বাংলা নিউজ > বায়োস্কোপ > Rhea Chakraborty: আরিয়ান ক্লিনচিট পেতেই চর্চায় সুশান্ত মাদক মামলা,নতুন করে তদন্তের দাবি রিয়ার আইনজীবীর

Rhea Chakraborty: আরিয়ান ক্লিনচিট পেতেই চর্চায় সুশান্ত মাদক মামলা,নতুন করে তদন্তের দাবি রিয়ার আইনজীবীর

রিয়া চক্রবর্তী। (ফাইল ছবি) (PTI)

আরিয়ান খান বেসকসুর খালাস পাবার পর এনসিবির বিরুদ্ধে বিস্ফোরক রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্দে। নতুন করে খোলা হোক সুশান্ত মৃ্ত্যু সম্পর্কিত মাদক মামলা দাবি তাঁর। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদকযোগ চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। সুশান্তের মৃত্যু মামলার তদন্ত সিবিআই কতদূর এগিয়ে নিয়ে গিয়েছে সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্পর্কিত মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রয়াত নায়কের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। পরবর্তীতে জামিনে ছাড়া পান দুজনে। সম্প্রতি আরিয়ান মামলায় ‘মুখ পুড়েছে’ এনসিবির। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা স্বীকার করে নিয়েছে আরিয়ান মামলার তদন্তে গাফিলতির কথা। দুদিন আগেই শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিয়েছে এনসিবি। এর মাঝেই রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্দে দাবি জানালেন নতুন করে তদন্ত করা হোক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্পর্কিত মাদক মামলার। 

শুধু রিয়া নন, শাহরুখ পুত্র আরিয়ান খানের হয়েও আদালতে সওয়াল করেছেন সতীশ মানেশিন্দে। তিনি জানিয়েছেন, ‘বলিউডের একঝাঁক তরুণ প্রতিভাকে এনসিবি ডেকে জিজ্ঞাসাবাদ করল, কেউ জানে না কেন?’

গত শুক্রবার মুম্বইয়ের এক আদালতে কোর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় এনসিবির তরফে চার্জশিট পেশ করা হয়েছে। মামলায় অভিযুক্ত ২০ জনের মধ্যে থেকে ৬ জনকে বেকসুর ঘোষণা করেছে এনসিবি। সেই ৬ জনের তালিকায় নাম রয়েছে আরিয়ান খানের। 

সুশান্তের রহস্যমৃত্যু তদন্তে নেমে রিয়ার বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে আসে সিবিআই ও ইডি-র। সেগুলো ঘেঁটে দেখা যায় নিষিদ্ধ মাদকের লেনদেন নিয়ে কথা বলেছেন রিয়া ও তাঁর ভাই শৌভিক। এর ভিত্তিতেই ২০২০ সালের ২৮শে সেপ্টেম্বর টানা দু-দিনের জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া। আগেই এনসিবি হেফাজতে নিয়েছিল তাঁর ভাই শৌভিককে। এনডিপিএস আইনের একাধিক ধারা যোগ করা হয় ভাই-বোনের বিরুদ্ধে। নিম্ন আদালতে রিয়ার জামিনের আবেদন খারিজ হওয়ার পর বম্বে হাইকোর্ট থেকে জামিনে রেহাই পান অভিযুক্ত। 

এনডিপিএস আইনের দোহাই দিয়ে এনসিবি একের পর এক মামলা চালিয়ে যাচ্ছে, অভিযোগ সতীশ মানেশিন্দের। তিনি বলেন রিয়ার কাছ থেকে কোনও মাদক মেলেনি, রিয়া নিজের মাদক সেবন করত না। এনসিবির কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কোনও প্রমাণ ছিল না কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়া। যেগুলির কোনও ভিত্তি নেই আদালতে। কিছু টাকার লেনদেনের অজুহাতে রিয়াকে গ্রেফতার করা হয়, দাবি মানেশিন্দের। 

উল্লেখ্য, রিয়ার মতো আরিয়ানের বিরুদ্ধে বৃহত্তর মাদক পাচারচক্রের অংশ হওয়ার অভিযোগ এনেছিল এনসিবি। যদিও হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে আনা সেই অভিযোগ বম্বে হাইকোর্টে ধোপে টেকেনি। পরবর্তীকালে এনসিবির বিশেষ তদন্তকারী দলও আরিয়ান খানের বিরুদ্ধে কোনওরকম তথ্যপ্রমাণ জোগাড়ে ব্যর্থ হয়েছে। সেইজন্যই বেকসুর খালাস দেওয়া হয়েছে এই স্টারকিডকে। 

 

বন্ধ করুন