বাংলা সিনে জগতের অন্যতম পাওয়ার কাপল হলেন কৌশিক সেন এবং রেশমি সেন। দুজনেই অত্যন্ত সুদক্ষ অভিনেতা। নিজেদের অভিনয় দিয়ে ভক্তদের মন তাঁরা জয় করে নিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও তাঁদের সরব হতে দেখা গিয়েছে। এ হেন পাওয়ার কাপলের আজ ২৮ তম বিবাহবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে তাঁদের ছেলে ঋদ্ধি সেন একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া।
ফেসবুকে একটি পোস্ট করে ঋদ্ধি সেন লেখেন, 'আমার ‘আমি’ হওয়ার অতীত থেকে ক্যামেরায় নিজে হাতে বর্তমানকে সজাগ অতীত করে রাখার মধ্যে কাটল ২৮ বছর l হাসিটা একই রকম, অভিমান, রাগ, ভালোবাসা, ভরসা, চিন্তা, স্বপ্ন, বন্ধুত্ব সব একদিন ভবিষ্যতে অতীত হবে জেনেও এই হাসি, ২৮ পেরিয়ে এগিয়ে যাওয়া আরেকটু , সংখ্যার জালের বাইরে, বর্তমানের ভেলায় হাত ধরে এগিয়ে যাওয়া আরেকটু অজানা প্রান্তরে , অনিশ্চয়তার থেকে বড় নিশ্চয়তা আর কিসেই বা আছে ? তাই এই প্রাণখোলা হাসিটা বজায় থাক, শুভ বিবাহবার্ষিকী। '
দুটি ছবি কোলাজ করে এই পোস্টের সঙ্গে পোস্ট করেছেন অভিনেতা। সেখানে প্রথম ছবিতে কৌশিক সেন এবং রেশমি সেনের বিয়ের ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ আজ থেকে ২৮ বছর আগের একটি ছবি। অন্যদিকে আরেকটি ছবিতে তাঁদের বর্তমান সময়কার একটি ছবি দেখা যাচ্ছে।
প্রথম ছবিতে পাঞ্জাবি এবং একটি গোলাকার ফ্রেমের চশমা পরে দেখা যাচ্ছে কৌশিক সেনকে। অন্যদিকে রেশমি সেনকে একটি নীল রঙের শাড়ি পরে নববধূর বেশে দেখা যাচ্ছে। তাঁর মাথায় ওড়না দেওয়া একটি। ছবিটি খুব সম্ভবত তাঁদের বৌভাতের ছবি।
অন্যদিকে বর্তমান সময়ের ছবিটিতে তাঁদের একটি রেস্তরাঁয় বসে থাকতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে একটি লাল জ্যাকেট, কালো প্যান্ট। অন্যদিকে অভিনেতার পরনে সাদা শার্ট এবং জিন্স।
কৌশিক সেন অভিনীত কাবেরী অন্তর্ধান কিছুদিন আগে বড়পর্দায় মুক্তি পেয়েছে। এছাড়া তাঁকে এখন স্টার জলসার গোধূলি আলাপ ধারাবাহিকেও দেখা যাচ্ছে।