ঋষি কৌশিক মানেই এখানে আকাশ নীল, ইষ্টি কুটুম, কুসুম দোলা ইত্যাদির মতো জনপ্রিয় ধারাবাহিকের নাম একসঙ্গে মনে পড়ে যাওয়া। তাঁর করা ডক্টর উজান চট্টোপাধ্যায়, অর্চিষ্মান মুখোপাধ্যায়ের মতো চরিত্রগুলি আজও দর্শকদের মনে অমলিন। তাঁর চরিত্রে কত মেয়েই না মুগ্ধ হয়েছে। তবে এ হেন অভিনেতাকে বহুদিন হল আর ছোট পর্দায় সেই অর্থে দেখা যাচ্ছে না। যদিও তিনি মাঝে ওয়েব সিরিজ, ইত্যাদিতে কাজ করেছেন কিন্তু সিরিয়ালে আর তাঁকে দেখা যায়নি। কিন্তু এবার সেই বিরতি ফুরাতে চলেছে। ঋষি কৌশিক এবার আবার ছোট পর্দায় ফিরছেন।
লীনা গঙ্গোপাধ্যায় বাংলা ছাড়িয়ে এবার হিন্দি ধারাবাহিক বানানোয় মন দিয়েছেন। বহুদিন ধরেই যদিও এই খবর কানাঘুষোয় শোনা যাচ্ছিল তবে এবার জানা গেল সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই শো। আসন্ন সিরিয়ালের নাম ঝনক। এখানেই নেতিবাচক চরিত্রে দেখা মিলবে ঋষির।
নায়ক থেকে সোজা খলনায়ক। এতদিনের বিরতি কাটিয়ে একেবারে নতুন অবতারে ধরা দিতে চলেছেন তিনি। এই নতুন ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম তেজেশ কুমার হতে চলেছে। তবে ছোট পর্দায় ঋষিকে খলনায়কের ভূমিকায় না দেখা গেলেও বড় পর্দায় কিন্তু তিনি খলনায়কের চরিত্র কাজ করেছেন। ক্রান্তি ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল। তবে সেই ছবির পর প্রায় ১৭ বছর কেটে গিয়েছে। এর মধ্যে তিনি যা যা ধারাবাহিকে কাজ করেছেন সব জায়গাতেই তিনি রোম্যান্টিক হিরো হিসেবে ধরা দিয়েছেন। এখন এই নতুন অবতারে তাঁকে কেমন লাগে সেটাই দেখার পালা।
আরও পড়ুন: 'আমার আদরের অঞ্জু আর প্রিয়া...' রাখি উপলক্ষ্যে বিশেষ পোস্ট সঞ্জয় দত্তের, বোনদের জন্য কী লিখলেন?
কিন্তু এতদিন পর খলনায়কের চরিত্র, কতটা তৈরি ঋষি, কীভাবেই বা তৈরি করলেন নিজেকে? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি জানি আমার চরিত্রটা নেতিবাচক কিন্তু যেহেতু এখনও শুটিং শুরু করিনি তাই চরিত্রটা কেমন বা কী সেই বিষয়ে এখনও আমার কোনও ধারণা নেই।' কিন্তু এতদিন পর যখন ছোট পর্দায় ফিরছেনই তখন খলনায়কের চরিত্রে কেন ফিরছেন ঋষি? এই বিষয়ে তাঁর মত, ‘অসৎ চরিত্র আর খলনায়ক দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। যে চরিত্র নেতিবাচক হয়েও গুন্ডা বদমাইশদের থেকে আলাদা সেই চরিত্র না করার কিছু নেই তো। আমার ভালোই লাগে করতে।’
তবে ঋষি একাই টলি অভিনেতা নন যাঁকে এখানে দেখা যাবে। তাঁর সঙ্গে ভরত কল, ক্রুশল আহুজাকেও দেখা যাবে এখানে। জানা গিয়েছে কাশ্মীর এবং মুম্বই ছাড়াও কলকাতাতেও এই ধারাবাহিকের কিছুটা অংশের শুটিং হবে।