চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রঙের কাপড়। সামনে রাখা সেলাই মেশিন, নতুন একটি সকালে নানান ধরনের ফ্যাশানেবল পোশাক বানানোর প্রস্তুতি নিচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর কথায়, ফ্যাশান মানে, মোটা কিংবা রোগা হওয়া নয়, 'ফ্যাশান মানে নিজেকে সুন্দর করে সাজানো।' ফ্যাশন নিয়ে ঋতাভরীর নতুন স্বপ্ন বুননের গল্প বলতে আসছে আবির-ঋতাভরীর ছবি ‘ফাটাফাটি’। শুক্রবার পয়লা বৈশাখের প্রাক্কালে উইন্ডোজ প্রোডাকশনের তরফে মুক্তি দেওয়া হল ছবির ট্রেলার।
ট্রেলারের ঝলকে আবিরের স্ত্রী ঋতাভরী চক্রবর্তীকে 'মোটা' হওয়া নিয়ে স্বস্তিকা দত্তের বডি শেমিংয়ের মুখোমুখি হতে দেখা যায়। স্বামী আবিরের পাশে দাঁড়াতে গিয়ে বারবার অপমানের মুখোমুখি হন ঋতাভরী। স্থুল শরীর নিয়ে হিল পরে র্যাম্পে হাঁটতে গিয়ে পা পিছলে পড়েন, জিন্স পরতে গিয়েও হিমসিম খেতে হয় তাঁকে। তবুও হাল ছাড়ার পাত্রী নন তিনি। শুরু হয় স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝি। তবে ঋতাভরী দমে গেলেন না, এক্সএল মডেল হয়ে আবির্ভূত হলেন। জিরো সাইজ মডেলদের সঙ্গে পাল্লা দিয়ে র্যাম্পে হাঁটতে প্রস্তুত তিনি। স্বস্তিকার কটাক্ষ, 'ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে'। এসব টানাপোড়েনের মাঝে জানিয়ে দেওয়া হল ঋতাভরী ফাশ্যান শো-তে হাঁটতে পারছেন না। বাকিরা চমকে উঠলেও স্বস্তির নিশ্বাস নেন স্বস্তিকা। কিন্তু তারপর? ঋতাভরী অবশ্য জানাচ্ছেন, তাঁরা মোটা হলেও জীবনটা তাঁদের মোটামুটি নয়, 'ফাটাফাটি'।
আরও পড়ুন-আমাকেও ভুয়ো একজন বলেছিলেন ব্যাঙ্কে কোটি টাকা আছে, পরে দেখি ৭০০ টাকা : অঙ্কুশ
আরও পড়ুন- আমার জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ
প্রসঙ্গত 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি', 'বাবা বেবি ও'-এর পর পর ফের একবার উইন্জোজ প্রোডাকশনের 'ফাটাফাটি' ছবির পরিচালনা করছেন পরিচালক অরিত্র মুখাপাধ্যায়। এটা অরিত্রর সঙ্গে ঋতাভরীর দ্বিতীয় ছবি। আগামী মে মাসে মুক্তি পাবে এই ছবি। এর আগে ঋতাভরী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন এই ছবির জন্যা প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে। তবে তিনি নিউট্রিসিয়ানিস্টের পরামর্শ মেনেই ওজন বাড়িয়েছিলেন, পরে তা ধিরে ধিরে কমান বলে জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।