বাঙালির প্রিয় পরিচালকের তালিকায় একটা নাম হয়তো কখনোই বদলানোর নয়। তিনি হলেন ঋতুপর্ণ ঘোষ। বড় অল্প বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তবে ফিরছেন তিনি আরও একবার। তাঁর চ্যাট শো ঘোষ & কোম্পানি-কে ফিরিয়ে নিয়ে এসেছে স্টার জলসা। তারকাদের সঙ্গে ঋতুপর্ণর মন খুলে আড্ডা আরও একবার দেখার সুযোগ হবে। ভিডিয়োগুলি ছাড়া হবে স্টার জলসার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।
সামনে এল সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় যখন এসেছিলেন ঋতুপর্ণের আড্ডায়, তখনকার একটি ঝলক। দেখা যাচ্ছে, গাঙ্গুলী বাড়ির সংসারের খোঁজ নিচ্ছেন তিনি। ঋতুপর্ণ জানতে চান সৌরভ ও ডোনার কমন ইন্টারেস্ট কী? এই জবাব অবশ্য বেশ মস্করা করেই দেন সৌরভ। বলেন, ‘কিছুই নেই’! আর তাতে অবাক হয়ে ঋতুপর্ণ প্রশ্ন করেন, ‘তাহলে কীসের টানে একসঙ্গে আছিস?’ ফের দাদা জবাব দেন, ‘থাকতে হবে তাই’!
আরও পড়ুন: প্রয়াত টাইটানিক, দ্য লর্ড অফ রিংস খ্যাত বার্নান্ড হিল, ৭৯ বছর বয়সে পাড়ি দিলেন অমৃতলোকে
এরপরই সৌরভ জানান, বউয়ের নাচের শো দেখতে সেরকম যান না তিনি। প্রথমে ঋতুপর্ণ ভেবেছিলেন হয়তো, জনপ্রিয়তার কারণে লোক ছেঁকে ধরবে সেই ভয়ে যান না! তবে সৌরভ নিজেই সে ভুল ভাঙলেন। বলে বসলেন, ‘ওই সময় বাড়িতে একা। চয়েজ আছে… ভেবে দেখো।’
কখনও নেচে দেখান সৌরভকে? প্রশ্নে হেসে গড়িয়ে যান ডোনা। বলে বসেন, ‘ও দেখে না তাই নাচি। নয়তো নাচটাকে অপমান করা… প্র্যাক্টিসের সময় এসে বলে, আর কতক্ষণ?’
তবে সৌরভ আর ডোনা ঋতুপর্ণের প্রশ্নের জবাবে জানান, দুজনে সিনেমা দেখতে যেতে ভালোবাসেন। রাতের শো-তে টিকিট কেটে পৌঁছে যান হলে। বাড়িতে সিনেমা দেখা তাঁদের কারওরই খুব একটা পছন্দ নয়। সঙ্গে চাই, কফি আর পপকর্ন।
‘আমার কাছে সিনেমা খুব রিল্যাক্সিং। মনটাকে ডাইভার্ট করে। কত কিছুই না চলে সেখানে, খেলা পারফরমেন্স, ভবিষ্যত। ওসব থেকে বেরনো যায়’, নিজের সিনেমা প্রেমের কারণও জানান সৌরভ।
আরও পড়ুন: প্রেমিককে ছেড়ে মিঠুনের সঙ্গে প্রেম, বিয়ের তারিখও পাকা হয় মমতা শঙ্করের, কেন পারলেন না এক হতে?
২০১৩ সালের ৩০ মে ঋতুপর্ণ ঘোষ পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। সঙ্গে রেখেগিয়েছিলেন তাঁর সিনেমার ঝুলি। যা বহু অভিনেতাকে নতুনভাবে পরিচিতি দিয়েছে মানুষের কাছে। একটা সময় যখন বাংলা বাণিজ্যিক সিনেমর বাজারে এসেছিল মন্দা, তখন নতুন করে বাঙালিকে সিনেমা হলে ফিরিয়ে এনেছিলেন তিনিই।