বাংলা নিউজ > বায়োস্কোপ > RRKPK deleted scenes: শরীরে মিশছে শরীর! উদ্দাম রোম্যান্স রণবীর-আলিয়ার! রকি-রানির ডিলিট হওয়া উত্তেজক ভিডিয়ো ভাইরাল

RRKPK deleted scenes: শরীরে মিশছে শরীর! উদ্দাম রোম্যান্স রণবীর-আলিয়ার! রকি-রানির ডিলিট হওয়া উত্তেজক ভিডিয়ো ভাইরাল

রণবীর-আলিয়ামর চরম রোম্যান্স 

RRKPK deleted scenes: বৃষ্টি ভেজা শরীর, আলিয়ার ঠোঁটে ঠোঁট রণবীরের! উদ্দাম রোম্যান্স দেখে ভক্তকুল বলছে- ‘এবার তো পরস্পরকে খেয়ে নেবে’। আগুন গতিতে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে রকি-রানির ডিলিট করে দেওয়া ভিডিয়ো। 

বক্স অফিসে আগুন লাগিয়েছে রণবীর-আলিয়ার কেমিস্ট্রি। বলিউডের পুরোনো ফর্মুলাকে কাজে লাগিয়েই হিট করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। বক্স অফিসে ফাটাফাটি ব্যবসা করেছে এই ছবি। চর্চায় থেকেছে ৮৭-এর ধর্মেন্দ্রর শাবনা আজমির ঠোঁটে চুমু খাওয়ার ঘটনাও। তবে কম যান না ধর্মেন্দ্রর পর্দার নাতিও। আলিয়ার সঙ্গে রণবীরের রসায়ন আগেই মুগ্ধ করেছে দর্শককে, তবে এবার নেটিজেনরা যা দেখল তা দেখে বেসামাল ভক্তরা! আরও পড়ুন-‘আবার দেখব!’, করণের ‘রকি অউর রানি’ দেখে আপ্লুত হৃতিক, দরাজ প্রশংসায় ভরালেন

রকি অউর রানি কি প্রেম কাহানি-র মুছে ফেলা দৃশ্যে ‘রালিয়া’র রসায়নকেও ছাপিয়ে গেলেনর রণবীর-আলিয়া। সম্প্রতি সামনে এসেছে ছবির একটি নতুন মিউজিক ভিডিয়ো, সেখানে একগুচ্ছ পুরোনো গানের মেলডি মজুত রয়েছে। আর সেই গানেই লুকিয়ে রয়েছে রণবীর-আলিয়ার উদ্দাম রোম্যান্সের ঝলক, যা মূল ছবিতে জায়গা পায়নি। এমন উত্তেজক দৃশ্য দেখে চোখ গোলগোল ভক্তদের।

শুরুতে অনেকেই ভেবেছিলেন ‘গল্লি বয়’ জুটিকে পুরোদস্তুর রোম্যান্টিক ছবিতে কাস্ট করে ভুল করেছন করণ জোহর। রণবীর-আলিয়ার মাখোমাখো রসায়ন 'মিসিং ছিল' ছবির ট্রেলারে, মত অনেকের। কিন্তু মূল ছবি দেখবার পর সব অভিযোগ দূর হয়েছিল, আর নতুন গান দেখে নেটপাড়া বলছে ‘হায় গরমি!’ সারেগামাপা কারভাঁ মেডলি (Saregama Caravan Medley)-র আনকাট ভার্সনে মুগ্ধ দর্শক। সেখানে কোথাউ বৃষ্টিতে আলিয়ার ঠোঁটে ঠোঁট রণবীরের, কোথাউ উপুর হয়ে রণবীরকে জাপটে ধরে শুয়ে রয়েছেন আলিয়া! দুজনের কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ।

ফ্যানেরা তো মন্ত্রমুগ্ধ এই ডিলিটেড ভিডিয়ো দেখে। একজন লেখেন- ‘ব্রেকফাস্ট আর ডিনারে কিছু না খেয়ে পরস্পরকেই খেয়ে নেবে রণবীর-আলিয়া’। অপর একজন লেখেন-'২০২৩-এর সবচেয়ে হট কেমিস্ট্রি, এই দৃশ্যগুলো ছবি থেকে বাদ পড়া উচিত হয়নি'। কেউ কেউ আবার মজা করে আলিয়ার স্বামী রণবীর কাপুর এবং রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ তুলেছন। এই দৃশ্য দেখে তাঁদের কী প্রতিক্রিয়া? জানতে চান তাঁরা। একটা সময় আলিয়ার নায়কের স্ত্রী (দীপিকা)-র সঙ্গে চুটিয়ে প্রেম করতেন দীপিকা। সম্পর্ক ভাঙলেও এখনও বন্ধুত্ব টিকে রয়েছে জুটির।

করণের কেরিয়ারের ২৫ বছরের সেলিবেশন এই ছবি। বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করেছে রকি অউর রানি কি প্রেম কাহানি। ধন্যবাদ জানাতে ভোলেননি তারকা। ছবি ৩০০ কোটির গণ্ডি পার করার পর করণ লেখেন- ‘আমাদের প্রেম কাহানি বিশ্বের কোণে কোণে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে।এটার জানার পর… নম্র এবং কৃতজ্ঞ বোধ করছি এবং বিশেষ করে রকি অউর রানি কি প্রেম কাহানিকে আপনারা যে সমস্ত ভালবাসা দিয়েছেন তার জন্য! ধন্যবাদ।’

রণবীর-আলিয়া, ধর্মেন্দ্র-শাবানা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। 

বন্ধ করুন