বাংলা নিউজ > বায়োস্কোপ > Cirkus Box Office Day 1 Collection: বক্স অফিসে ধরাশায়ী রোহিতের ‘সার্কাস’, প্রথম দিনে কত আয় হল

Cirkus Box Office Day 1 Collection: বক্স অফিসে ধরাশায়ী রোহিতের ‘সার্কাস’, প্রথম দিনে কত আয় হল

বক্স অফিসে ধরাশায়ী রোহিতের ‘সার্কাস’

Cirkus Box Office Day 1 Collection: খারাপ রিভিউ, ট্রোল ইত্যাদি আভাস দিয়েছিল। রিপোর্ট প্রকাশ্যে আসতেই চমকে দিল। তারকাখচিত রোহিত শেঠির এই ছবি বক্স অফিসে প্রথম ১০ কোটিও টপকাতে পারল না। কত আয় করল?

রণবীর-রোহিতের জুটি এবার নেহাতই হতাশ করল দর্শকদের। ‘সার্কাস’-এ রণবীর সিংয়ের দ্বৈত চরিত্র জমাতে পারল না ছবি। সমালোচক থেকে দর্শক, সবার থেকেই খারাপ রিভিউ পেয়েছে এই ছবি। আর তার পরিণাম মিলল বক্স অফিসে। প্রথম দিনে এই ছবিটি মাত্র ৭.৫ কোটি টাকা আয় করেছে। এতটা খারাপ ফল হয়তো কেউই আশা করেননি।

এই ছবিতে রণবীর ছাড়াও বরুণ শর্মারও দ্বৈত চরিত্র আছে। সঙ্গে দেখা গিয়েছে পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কলসেকর, সুলভ আর্য, সিদ্ধার্থ যাদব, প্রমুখ অভিনেতাদে। এই ছবিটি উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘দ্য কমেডি অব এররস’-এর উপর ভিত্তি করে বানানো হয়েছে।

বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট অনুযায়ী প্রথমদিন অর্থাৎ ২৩ ডিসেম্বর এই ছবিটি মাত্র ৭ থেকে ৭.৫ কোটি টাকার ব্যবসা করেছে। মুম্বই সার্কিটে অত্যন্ত খারাপ ফল করেছে এই ছবি। যেখানে আশা করা হচ্ছিল প্রথমদিন বাণিজ্যনগরীতে এই ছবিটি ৫ কোটি আয় করতে পারবে, সেখানে টেনে টুনে এই ছবি মুম্বইয়ে মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক রোহিত শেঠি এই ছবির বিষয়ে বলেছিলেন, এই ছবিটি তাঁদের জন্য যাঁদের ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’, ইত্যাদি ছবিগুলো ভালো লেগেছিল। তাঁর কথায়, 'এটা হচ্ছে সেই ধরনের ছবি। যাঁরা ওই ছবিগুলো ভালোবেসেছিলেন, তাঁদের এই ছবিগুলো ভালো লাগবে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তাঁদের এই ছবি ভালো লাগবেই, কারণ আমি নিজে ছবিটি দেখেছি।'

তিনি আরও বলেন, 'আমি যখন কাজ করা শুরু করি তখন আমি কেবল এখন সিনেমা নির্মাতা ছিলাম। কিন্তু তারপর যেভাবে দর্শকদের থেকে ভালোবাসা পেতে শুরু করলাম এটা তাঁদের ছবি হয়ে উঠল। তাই আমি এখন তাঁদের জন্য ছবি বানাই, এটাকে একটা দায়িত্ব হিসেবে মনে করি।'

এই নিয়ে এটা রণবীরের তৃতীয় ছবি হল যা দর্শকদের থেকে আশাতীত প্রতিক্রিয়া পেল না। ‘জয়েশভাই জোয়ারদার’ ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, স্পোর্টস ড্রামা ঘরানার ছবি ‘৮৩’-ও বক্স অফিসে মাত্র ১০৯ কোটি টাকা কামিয়েছে।

বন্ধ করুন