একেই বলে ডবল সেলিব্রেশন! বুধবার হইচই করে ৫০০ পর্বে পা দিয়েছে নিম ফুলের মধু পরিবার। আর বৃহস্পতিবারের টিআরপি তালিকায় ফুলকিকে হটিয়ে এক নম্বর স্থান দখল করল সৃজন-পর্না। আরও পড়ুন-ফুলকির নিখুঁত পাঞ্চে ঘায়েল পর্ণা-জ্যাস, IPL-এর মরসুমে টিআরপি তালিকায় চমক গীতার
প্রেম করছে ‘বাবুউউ’র মা! অরিজিতার বয়ফ্রেন্ডের কথা দিদির মঞ্চে ফাঁস করল মৌমিতা
ঠাম্মি লিলি চক্রবর্তীর ‘ঘর ওয়াপসি’, ৫০০ পর্ব উদযাপনের পর বেঙ্গল টপার। স্বভাবতই আহ্লাদে আটখানা গোটা টিম। সেটে উৎসবের মেজাজ। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে বার কয়েকের চেষ্টায় ফোনে ধরা গেল রুবেল দাসকে। উচ্ছ্বসিত সৃজন জানালেন, ‘খুব ভালো লাগছে। শীর্ষ স্থান ধরে রাখা খুব শক্ত, তবে সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমাদের এপিসোডও খুব ভালো হয়েছে। কোন গোপনে টিমের সঙ্গে একসাথে যে এপিসোড হয়েছে তাতে দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি’। ‘কোন গোপনে মন ভেসেছে’ নাম উচ্ছ্বচারণের সময়ই সৃজনের গলায় বাড়তি উত্তেজনা।
এই সিরিয়ালে লিড রোলে অভিনয় করছেন রুবেলের মনের মানুষ শ্বেতা দাস। শ্বেতা কি তবে রুবেলের লাকি চার্ম? একবাক্যে মেনে নিলেন অভিনেতা। স্পষ্ট বলেলন, ‘সে তো বটেই। শ্বেতা আমার লাকি চার্ম’। দেড় বছর পরেও সৃজন-পর্নার গল্পে দর্শকদের আগ্রহ কমেনি একবিন্দু। এর রহস্যটা কী? রুবেল জানালেন, ‘এর অধিকাংশ ক্রেডিট লেখকদের। গল্পটাই প্রধান স্তম্ভ সিরিয়ালের। আমরা তো শুধু যা লেখা থাকে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, দর্শকদের বেঁধে রাখেন লেখকরা’।
বুধবার সামনে এসেছে ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো। সেখানে দেখা গেল মেয়ে হয়েছে সৃজন-পর্নার। নাতনি হওয়ায় খুশি নন সৃজনের মা। তবে মেয়ে কোলে আনন্দে ডগমগ সৃজন। একইসঙ্গে খানিক চিন্তাও তাঁর কপালে! মেয়ে তো মায়ের চেয়েও বেশি ‘তার-কাটা’। চব্বিশ ঘন্টারও কম সময়ে ২৫ লক্ষাধিক দর্শক ফেসবুকে সেই প্রোমো দেখে ফেলেছে। জীবনের নতুন অধ্যায় পর্না-সৃজনের। অভিনেতা বললেন, ‘আমরা এখনও শুধু প্রোমোটাই শ্যুট করেছি। এখনও গল্প এই ট্র্যাকে ঢোকেনি। এইটুকু বলব, গল্পে বড় পরিবর্তন আসছে। আশা করি দর্শকদের ভালো লাগবে’।
একরত্তিকে সামলাতে কতটা তৈরি সৃজন? মুচকি হেসে জবাব, 'এখনও কোনও প্রস্তুতি শুরু করিনি। গল্পের ধারা যেভাবে যাবে, আস্তে আস্তে যতটা প্রস্তুতি নেওয়া যায়। আশা করি সব ভালো হবে'।
সব শেষে জানতে চাওয়া, বাস্তবে কবে সুখবর দিচ্ছন শ্বেতা-রুবেল? ২০২৫-এর জানুয়ারিতেই কি শুভকাজটা সের ফেললেন দুজনে? বিয়ের খবর এড়ালেন না নায়ক। জবাব, ‘হ্যাঁ, আমরা আগামী বছরই বিয়েটা সেরে ফেলতে চাই। তবে তারিখ এখনও ঠিক হয়নি।’