বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupanjana Mitra Engagement: জীবনের নতুন ইনিংস শুরু রূপাঞ্জনার, পাহাড়কে সাক্ষী রেখে আংটি বদল সারলেন

Rupanjana Mitra Engagement: জীবনের নতুন ইনিংস শুরু রূপাঞ্জনার, পাহাড়কে সাক্ষী রেখে আংটি বদল সারলেন

জীবনের নতুন ইনিংস শুরু রূপাঞ্জনার

Rupanjana Mitra Engagement: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বসন্তেই ভালোবাসাকে জীবনে পাকাপাকি জায়গা দিলেন। আংটি বদল সারলেন অভিনেত্রী ভালোবাসার মানুষের সঙ্গে।

'বসন্ত বাতাসে সই গো...' বসন্ত মানেই রং, বসন্তেই মানেই প্রেম। আর সেই প্রেমের মরশুমে, বসন্তের মিঠে হাওয়ায় পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। কলকাতার বদলে ভালোবাসার জায়গা পাহাড়, অর্থাৎ দার্জিলিংয়ে গিয়েই বাগদান সারলেন তিনি। একটি চার্চের সামনে তাঁর দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল সেরে ফেললেন।

অভিনেত্রীকে বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর এই ধারাবাহিকের গোটা টিম আছে এখন পাহাড়ে। তাঁর সঙ্গে তাঁর প্রেমিক এবং ছেলে দুজনেই গিয়েছেন সেখানে। আর সেখানে কাজের জন্য গেলেও, জীবনেরও একটি বড় কাজ করে ফেললেন তিনি।

পাহাড়ে বাগদান সেরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। দার্জিলিংয়ের এক পাহাড়ি চার্চের সামনে দুজনে আংটি বদল সারেন। এই ছবি শেয়ার করে তিনি লেখেন, 'সত্যি ভালোবাসা কখনও শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটি বদল। এনগেজড।'

না, তাঁরা তাঁদের এই বিশেষ দিনটির জন্য কোনও ধুমধাম করে আয়োজন করেননি, ছিল না কোনও হইচই। তাঁরা যা ভালোবাসেন, সেই পাহাড়কে সাক্ষী রেখে স্রেফ আংটি বদল সেরে ফেলেন। রাতুল এবং রূপাঞ্জনা বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন। তাঁদের মধ্যে বয়সের ফারাক ৬ বছরের। রূপাঞ্জনাকে যেমন ক্যামেরার সামনে দেখা যায়, তেমনই রাতুল থাকেন ক্যামেরার নেপথ্যে। যদিও তিনিও এক সময় অভিনয় করতেন পরিচালক হওয়ার আগে।

রূপাঞ্জনা সিঙ্গেল মাদার। তিনি ২০১৭ সাল থেকে তাঁর সন্তানকে নিয়ে আলাদা থাকেন। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু সে কথা কখনও আড়াল করে রাখেননি অভিনেত্রী। বরং হামেশাই জানিয়েছেন এই বয়সের কারণেই তাঁদের সম্পর্ক এতটা পরিণত। তাঁরা কখনও সখনও নিজেদের জীবনের টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবার জীবনের নতুন ইংনিসের সূচনার খবরও দিলেন সেখানেই।

তবে পাহাড়ে গিয়ে রূপাঞ্জনাই কেবল প্রেমে মজেছেন বেশি করে এমনটা নয়, গতকাল স্বস্তিকা, ওরফে দীপাও তাঁর অনস্ক্রিন বর, সূর্যের সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়ে প্রেমের গুঞ্জন উস্কে দেন।

বন্ধ করুন