কুসুম দোলা ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল বাংলার দুই কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে। তারপর তাঁরা একসঙ্গে আর তেমন কোনও কাজ করেননি। এবার দীর্ঘদিন পর আবারও তাঁদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
এক ধারাবাহিকে মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়
মাধবী মুখোপাধ্যায় কিছুদিন আগে বেজায় অসুস্থ হয়ে পড়েছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ও বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভোগেন। তিনি সিওপিডির রোগী। মাঝে মধ্যেই নেবুলাইজার নিতে হয়। কিন্তু এবার তাঁরা দুজনেই তাঁদের বার্ধক্যজনিত সমস্ত প্রতিকূলতা এবং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন শুরু করলেন।
আরও পড়ুন: 'বাকি পরে শুনবেন...' আড্ডা দিতে দিতেই অপ্রকাশিত গান শুনিয়ে ফেললেন অরিজিৎ! কোন ছবিতে শোনা যাবে জানেন?
একটি আসন্ন ধারাবাহিকে তাঁরা আবারও কাজ করতে চলেছেন। এই ধারাবাহিক প্রসঙ্গে টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'আমার বয়স হলেও কাজের স্পৃহা একদম কমেনি। আমি আরও অনেক কাজ করতে চাই। তবে কতদিন সুস্থ থাকতে পারব জানি না।' একই সঙ্গে মাধবী মুখোপাধ্যায় প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমার বান্ধবী আমার সঙ্গেই থাকবে। তাই দারুণ সময় কাটবে।'
নতুন ধারাবাহিক প্রসঙ্গে
এই নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী। শন এর আগে মন ফাগুন, আমি সিরাজের বেগম, এখানে আকাশ নীল ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। অন্যদিকে অনুষ্কা গোস্বামীকে গাঁটছড়া ধারাবাহিকে দেখা গিয়েছিল। এই আসন্ন মেগাতে অন্যান্য চরিত্রে থাকবেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। বারাণসীতে শ্যুটিং হবে এই ধারাবাহিকের। আগামী মাস থেকে শুরু হবে কাজ।
এখানে আবারও ফিরবে জুন আন্টি এবং অনিন্দ্য দার জুটিকে। সুদীপ এবং উষসীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে এখানে।