সোমবার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো রব দেশজুড়ে। গোটা বলিউড আজ অযোধ্যায়। এর মাঝেই বি-টাউন থেকে এল খারাপ খবর। হাসপাতালে ভর্তি সইফ আলি খান (Saif Ali Khan)! খবর, আজ (সোমবার) সকাল ৮টা নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন হাসপালাতে ভর্তি হয়েছেন ছোটে নবাব। কিন্তু আচমকা হলটা কী সইফের? আরও পড়ুন-অমিতাভকে দেখে থমকে দাঁড়ালেন মোদী! হাত চাপড়ে বিগ বি-কে কী বললেন প্রধানমন্ত্রী?
দৈনিক ভাস্করের রিপোর্টানুসারে, হাঁটুতে চোট রয়েছে সইফের, সাথেই কাঁধে চিড় ধরেছে। এর জেরেই হাসপাতাল সইফ। তবে কীভাবে চোট পেলেন নায়ক? তাঁর শরীরের অপর কোনও স্থানেও কী আঘাত লেগেছে? সেই ব্যাপারে সইফ বা করিনার তরফে কোনওরকম বিবৃতি মেলেনি। খবর, সইফের সঙ্গে হাসপাতালেই রয়েছেন করিনা।
যদিও সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই সইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল। কিন্তু ব্যস্ত শ্যুটিং শেডিউলের জেরে তা পিছিয়ে দেন সইফ। অভিনেতার চোট মারাত্মক সিরিয়াস নয়। এই প্রথম চোট পেয়ে হাসপাতালে সইফ, এমনটা নয়। এর আগে ২০১৬ সালে রেঙ্গুন ছবির সেটে আহত হয়েছিলেন অভিনেতা। আঙুলে চোট লেগেছিল, সেইসময়ও অস্ত্রোপচার করা হয়। এছাড়াও ‘ক্যায়া কহেনা’ ছবির এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছিলেন সইফ, পুরোনো চোটই ফের ভোগাচ্ছে কিনা সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা।
৫৩ বছর বয়সী সইফকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘আদিপুরুষ’ ছবিতে। ২০২৩-এ মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সইফ। যদিও এই ছবি ব্যাপাক ট্রোলিং-এর মুখে পড়ে। প্রভাস-সইফকে রাম ও রাবণ রূপে একেবারেই গ্রহণ করেনি দর্শক। অন্যদিকে ছবির ভিএফএক্স থেকে চিত্রনাট্য, সবকিছু নিয়েই চলেছে সমালোচনা।
‘আদিপুরুষ’-এর ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছরে নতুন চমক দেখাবেন সইফ। এই বছর তাঁকে তেলুগু ছবি ‘দেবেরা’তে দেখা যাবে। কিছুদিন আগেই মা শর্মিলা ঠাকুরকে নিয়ে কফি উইথ করণের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে পতৌদির নবাব পরিবারের অজস্র সিক্রেট ফাঁস হয়েছে। সইফের কলেজের সময়কার একটি ঘটনা প্রকাশ্যে আনেন শর্মিলা। অভিনেত্রী জানান 'ও বিশ্ববিদ্যালয়ে যায়নি, উল্টে বিমান সেবিকাকে নিয়ে বেড়াতে গিয়েছিল।' খুব সম্ভবত এই ঘটনাটি সইফ যখন ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন তখনকার ঘটনা। মা এসব বলতে শুরু করলে সইফ তাঁকে থামাতে যান। কিন্তু লাভ হয়নি। এসব কাণ্ড কারখানা দেখে অপ্রস্তুত হয়ে যান সইফ।