বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan on Social Media: সোশ্যাল মিডিয়ায় থাকার ‘অর্থ নেই’, তবু সইফ কীসের টানে থাকতে চান

Saif Ali Khan on Social Media: সোশ্যাল মিডিয়ায় থাকার ‘অর্থ নেই’, তবু সইফ কীসের টানে থাকতে চান

সইফ আলি খান সোশ্যাল মিডিয়া নিয়ে কী বললেন

Saif Ali Khan on Social Media: সইফ আলি খান প্রকাশ্যে আনলেন সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো, কী বললেন অভিনেতা?

সইফ আলি খান জানান সোশ্যাল মিডিয়ার হাজারো সমস্যা আছে। অনেক নেতিবাচক দিক আছে। কিন্তু সব কিছুর বাইরে গিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারেন স্রেফ একটা কারণে। একটা জিনিসই তাঁকে সোশ্যাল মিডিয়ায় যুক্ত করতে পারে। অভিনেতা জানান, তাঁর ছবি খুব সুন্দর আসে, এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য তাঁর কাছে বহু ছবি আছে কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা একটা ঝক্কির বিষয় তাই তিনি সোশ্যাল মিডিয়ায় আসতে চান না।

অন্যদিকে সইফের ঘরণী, করিনা কাপুর কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ২০২০ সালের মার্চ মাসে করিনা ইনস্টাগ্রামে যুক্ত হন। তাঁকে হামেশাই কিছু না কিছু পোস্ট করতে দেখা যায়। অভিনেতার বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেন।

সিএনবিসি টিভি১৮কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান যে তিনি কেন সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকেন। তাঁর কথা অনুযায়ী, 'আমার ছবি ভীষণ সুন্দর আসে। আমার কাছে বহু সুন্দর সুন্দর ছবি আছে, বেশ কিছু ভিডিয়ো আছে, কারণ আমি মুহূর্ত রেকর্ড করতে ভালোবাসি। আমি চাইলেই সেই সব ছবি শেয়ার করতে পারি। কিন্তু তারপর কেউ বলবে এই ছবি দিও, কেউ বলবে ওই ছবি দিও না। তখন আমাকে কোনও কিছু পোস্ট করার আগে আবার কোনও ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ম্যানেজ করার জন্য। ফলে এটার কোনও মানে নেই। ব্যাপারটা ভীষণ মেকি হয়ে যাবে। আমি জালে জড়িয়ে পড়তে চাই না।'

কিন্তু এসবের পরেও সইফ আলি খান জানান যে কেবল একটা জিনিসের কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারেন। সেটা কী বলুন তো? কোনও আন্দাজ করতে পারলেন? টাকা। সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা পাওয়া যায় সেটা। তিনি এই বিষয়ে বলেন, 'একমাত্র টাকার কারণেই আমি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলেও হতে পারি কখনও।'

দীপাবলির সময় করিনা বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটা ছবিতে দেখা গিয়েছে যে জাহাঙ্গীর মাটিতে শুয়ে কোনও কিছু নিয়ে বায়না করছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা উত্তর দেন, 'আমার স্ত্রী আমাদের সবাইকে ধরে বেঁধে পোজ দেওয়ান।' এরপর তিনি জানান আমরা তখন যে যেমন ছিলাম সেভাবে ছবি তুলেছি।

সইফ আলি খানকে আগামী দিনে আদিপুরুষ ছবিতে দেখা যেতে চলেছে। ওম রাউত এই ছবির পরিচালনা করেছেন। সইফ আলি খানের সঙ্গে সেই ছবিতে কৃতি শ্যানন, প্রভাস, প্রমুখকে দেখা যেতে চলেছে।

বন্ধ করুন