বাংলা নিউজ > বায়োস্কোপ > লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট তালিকার গোড়ার দিকেই নাকি সলমন, আতঙ্ক বলিউডে

লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট তালিকার গোড়ার দিকেই নাকি সলমন, আতঙ্ক বলিউডে

লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট লিস্টের প্রথম দশেই সলমন

Salman Khan-Lawrence Bishnoi: লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট লিস্টের ১০ জনের এর একজন হলেন সলমন। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে গিয়ে তিনি একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করেন। সেই থেকেই ভাইজানকে হত্যা করার টার্গেট নিয়ে রেখেছেন লরেন্স।

লরেন্স বিষ্ণোই দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন। কিন্তু হলে কী হবে, তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তিনি সুযোগ পেলেই ভাইজানকে হত্যা করবেন। তাঁর টার্গেট লিস্টের প্রথম ১০ জনের মধ্যে অন্যতম হলেন সলমন খান। এই দুষ্কৃতি এমনটাই জানিয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএকে।

এই বিষয়ে উল্লেখযোগ্য ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে গিয়ে সলমন একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করেন। আর বিষ্ণোই সম্প্রদায়ের কাছে এই হরিণকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভাইজান যেহেতু এই সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছেন সেহেতু লরেন্স তাঁকে হত্যা করতে চান বলেই জানিয়েছেন। বিষ্ণোই NIA -কে আরও বলেছেন যে তাঁর নির্দেশেই গত বছর ডিসেম্বরে সম্পাত নেহরা সলমের বাড়ির রেইকি করে আসেন। যদিও এই কাণ্ডের জন্য হরিয়ানা পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়েছে

এরপর চলতি বছরের ১১ এপ্রিল আবারও ভাইজানকে একটি হুমকি ভরা মেইল পাঠানো হয়। যিনি ভাইজানকে এই মেইল করেছিলেন তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।

লরেন্স বিষ্ণোই আরও জানিয়েছেন যে তিনি ২০২১ সালে ২টো জিগানা কিনেছেন গোল্ডি ব্রারের থেকে। বর্তমানে লরেন্স তিহার জেলে রয়েছেন।

সলমন খানকে হত্যার হুমকি পাঠানোর জন্য লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের নামে আইপিসির ৫০৬ (২), ১২০ বি, ৩৪ ধারায় মামলা করা হয়েছে। লরেন্স এত কিছুর পরেও জানিয়েছেন সলমন তাঁর লক্ষ্য। শুধু সলমন নন, সিধু মুসওয়ালার ম্যানেজার সাগুনপ্রীতকেও টার্গেট করেছেন।

সাগুনপ্রীতের দোষ হল তিনি সিধুর সঙ্গে থাকতেন তাঁর হয়ে তিনি কাজ করতেন। সেই কারণেই লরেন্স তাঁকে হত্যা করতে চান। একই সঙ্গে তাঁর অন্যতম অপরাধ হল তিনি পাঞ্জাবের এক ছাত্রনেতা ভিকি মিদ্দুখেরাকে আশ্রয় দিয়েছিলেন।

প্রসঙ্গত লরেন্স বিষ্ণোইকে সিধু মুসওয়ালা হত্যা মামলায় গত বছর গ্রেফতার করা হয়। ১৮ এপ্রিল আদালতের নির্দেশে তাঁকে ৭ দিনের জন্য NIA এর কাস্টডিতে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.