চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে পাঠান। সেখানে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন টাইগার সলমন। এবার টাইগার ৩ -এ বন্ধুকে সাহায্য করতে এসেছিলেন পাঠান শাহরুখ। যশরাজ স্পাই ইউনিভার্সের এই দুই ছবিতে ছোট্ট করে দুটো চরিত্রের ক্রসওভার দেখা গিয়েছে। আর সেই সুবাদে বহু বছর পর আবার একসঙ্গে কাজ করলেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা শাহরুখ এবং সলমন। তাঁরা একে অন্যের ভালো বন্ধুও বটে। সম্প্রতি নিজেদের রসায়ন নিয়ে মুখ খুললেন ভাইজান।
শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গে কী বললেন সলমন?
এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সলমন শাহরুখের বিষয়ে জানিয়েছেন, 'আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রির থেকে অফ স্ক্রিন কেমিস্ট্রি বেশি ভালো। আর সেই জন্যই আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি অত ভালো লাগে।'
তিনি আরও বলেন, 'আমি আমার ভক্তদের সবসময় বলি, ও তোমাদের ভাইজানের ভাইজান তাই ওর যেন কিছু না হয়। তাই এখন সেসব আমার ভক্তরা আর করে না। তবে আমি এই নেগেটিভিটি এবং ট্রোলিং বুঝি না এত। আর যা বুঝি না সেটা নিয়ে এত ভাবি না। আমিও না, শাহরুখও না।'
আরও পড়ুন: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
আরও পড়ুন: টাইগার জিন্দা হ্যায়র আয় টপকাতেই হিমশিম খাচ্ছে টাইগার ৩! ১২ দিনে কত আয় করল সলমনের ছবি?
২০২৩ সালের শুরুটাই হয়েছিল শাহরুখের হয়ে সলমনের লড়াই দিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি পাঠানে ছিল সলমন খানের ক্যামিও। তখনই আভাস দেওয়া হয় যে টাইগার ৩ -এ শাহরুখের ক্যামিও থাকবে। দীপাবলির সময় যখন টাইগার ৩ মুক্তি পেল সেটা বাস্তবে ঘটতেও দেখা যায়। বন্ধু টাইগারকে উদ্ধার করতে আসে পাঠান। এবার জানা যাচ্ছে টাইগার ভার্সেস পাঠান নামক একটি নতুন ছবি আসতে চলেছে।
ভক্তদের উদ্দেশ্যে সলমনের বিশেষ বার্তা
টাইগার ৩ মুক্তি পাওয়ার পর একাধিক হল থেকে খবর আসে যে সেখানে বাজি ফাটানো হয়েছে প্রেক্ষাগৃহের মধ্যে। ভক্তদের এসব কাজ করতেও নিষেধ করেন ভাইজান। তিনি বলেন, 'হলের মধ্যে বাজি ফাটিও না এতে অ্যাকসিডেন্ট হতে পারে। মানুষের প্রাণ যেতে পারে। আর আমি কোনও দুর্ঘটনা ঘটুক আমার ছবি দেখতে গিয়ে চাই না। আর আমার পোস্টারে দুধ ঢালবেন না। দরকারে কোনও গরীব শিশুকে খাওয়ান।'