বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Alizeh: সলমনের ভাগ্নিও সিনমায়! ছবির প্রচারে হাজির মামা, সকলের মাঝে দাঁড়িয়ে ছবিও তুললেন

Salman-Alizeh: সলমনের ভাগ্নিও সিনমায়! ছবির প্রচারে হাজির মামা, সকলের মাঝে দাঁড়িয়ে ছবিও তুললেন

'ফররে' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সলমন খান।

'ফররে' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সলমন খান। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সলমন খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। ২৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

বলিউডের 'ভাইজান' সলমন খানের হাত ধরে বলিউডে ডেবিউ করেছে একাধিক নবাগত অভিনেতা-অভিনেত্রী। বলিউডে নতুন ট্যালেন্ট লঞ্চ করার ক্ষেত্রে সলমনের জুড়ি মেলা ভার। যুগের পর যুগ ধরে সলমনের পরিবারের সকলের যোগ রয়েছে বলিউডের সঙ্গে। এ বার বলিউডে ডেবিউ করছেন সলমন খানের ভাগ্নি, আলিজেহ অগ্নিহোত্রী।

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় দিয়েই অভিনয় জগতে পথচলা শুরু আলিজেহর। 'ফররে' ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সলমন খানের ভাগ্নি। ১৮ নভেম্বর, মুম্বইয়ে 'ফররে' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। ২৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ভাগ্নির ডেবিউ ছবিরে বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান সলমন খান। স্ক্রিনিং শেষে পোজ দেন ছবির গোটা টিমের সঙ্গে। দেখুন-

আরও পড়ুন: বুরকিনিতে গোটা শরীর ঢেকে মিস ইউনিভার্সের মঞ্চে পাকিস্তানের এরিকা, দেখুন ভিডিয়ো

আলিজেহ অগ্নিহোত্রী, জইন শ, সাহিল মেহতা, প্রসন্ন বিশতের সঙ্গে ছবির জন্য পোজও দেন সলমন। ভাগ্নির ডেবিউ ছবির জন্য প্রথম থেকেই পাশে পাশে রয়েছেন ভাইজান। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল ছবি নয়, একদম অন্যরকম ছবি বেছেছেন আলিজেহ।

সলমন খানের দিদি আলভিরা এবং অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ। অতুল অগ্নিহোত্রীও নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা। নানা পাটেকরের সঙ্গে 'ক্রান্তিবীর' ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি 'রাধে', 'ভারত', 'বডিগার্ড' ইত্যাদি ছবির প্রযোজনা করেছেন অতুল। আলভিরা পেশায় একজন সিনেমা প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার।

বন্ধ করুন