বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: সলমনের অজানা গল্প এ বার পর্দায়, কবে মুক্তি পাচ্ছে তাঁর ডক্যু-সিরিজ

Salman Khan: সলমনের অজানা গল্প এ বার পর্দায়, কবে মুক্তি পাচ্ছে তাঁর ডক্যু-সিরিজ

সলমনের জীবনের নানা গল্প উঠে আসবে পর্দায়।

বেশ কয়েক মাস ধরেই কাজ চলছে ডকু-সিরিজটির। বলিউডে সলমনের তিন দশকের যাত্রাকে তুলে ধরা হবে পর্দায়।

ব্যর্থ প্রেম, আইনি জটিলতা, পেশাগত জীবনের ওঠাপড়া, অগাধ সাফল্য— ছবির থেকে কম বর্ণিল নয় সলমন খানের জীবন। তিনি এবং বিতর্ক যেন সমার্থক। এ হেন শিল্পীর জীবন পর্দায় ফুটে উঠবে ডক্যু-সিরিজ হিসেবে। নাম 'বিয়ন্ড দ্য স্টার'।

বেশ কয়েক মাস ধরেই কাজ চলছে ডকু-সিরিজটির। বলিউডে সলমনের তিন দশকের যাত্রাকে তুলে ধরা হবে পর্দায়। সলমন যে সব অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের সাক্ষাৎকারও থাকবে সেই সিরিজে। কথা বলা হবে তাঁর পরিবারের সঙ্গেও। পর্দার বাইরে 'টাইগার' কেমন মানুষ? সেই প্রশ্নেরও উত্তর দেবে এই ডক্যু-সিরিজ। সব ঠিক থাকলে এ বছর সলমনের জন্মদিনে অর্থাৎ ২৭ ডিসেম্বর মুক্তি পাবে 'বিয়ন্ড দ্য স্টার।'

সলমনের বান্ধবী ইউলিয়া ভন্তুর প্রথম তাঁকে এই সিরিজটি তৈরির কথা বলেন। এ প্রসঙ্গে অভিনেতা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'আমার বিষয়টি ভালো লেগেছে। এত বছর যে সব কর্মী, বন্ধু, সহ-অভিনেতা, পরিচালক, প্রযোজকের সঙ্গে, তাঁরা আমাকে নিয়ে কথা বলবেন। জানাবেন, আমি আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি। প্রত্যেকেই আমাকে নিয়ে কথা বলেছেন। আমাকে ঘিরে তাঁদের পছন্দ-অপছন্দের কথা জানিয়েছেন। এই ডক্যু-সিরিজটি খুব সততার সঙ্গে তৈরি করা হয়েছে।'

(আরও পড়ুন: ‘এবার বিগ বস নিজে খেলবেন’, পালটে যাচ্ছে গেমের নিয়ম! ঝলকে ধরা পড়ল সলমনের সোয়্যাগ)

আপাতত 'টাইগার ৩'-র কাজ নিয়ে ব্যস্ত সলমন। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সলমনের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

বন্ধ করুন