বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan's Hotel: মুম্বইয়ের বুকে ১৯তলা সাগরমুখী হোটেল বানাচ্ছেন ভাইজান! থাকলে মিলবে কী কী সুবিধা?

Salman Khan's Hotel: মুম্বইয়ের বুকে ১৯তলা সাগরমুখী হোটেল বানাচ্ছেন ভাইজান! থাকলে মিলবে কী কী সুবিধা?

সলমন খান  (PTI)

Salman Khan's Hotel: বান্দ্রার কার্টার রোডে ১৯তলা হোটেল গড়বেন সলমন। প্ল্যানে সবুজ সংকতে বিএমসির। এবার হোটেল ব্যবসায় ভাইজান!

বলিউডের সুপারস্টার তিনি। তিন দশক ধরে হিন্দি ছবির প্রথম সারির নায়ক। তবুও বাবা-মা'র সঙ্গে আজও গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছোট্ট ঘরেই থাকেন সলমন খান। পরিচিতরা বলেন, সলমনের সেই ঘরে খাট ব্যতিত খুব বেশি আসবাবপত্রও নেই।  শহুরে জীবনযাপনের চাপে হাঁপিয়ে উঠলে জিইয়ে আসেন পানভিলের ফার্ম হাউসে। সলমনের এই খামার বাড়ি অবশ্য কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত। যদিও সলমন খানের কিন্তু প্রপার্টি অজস্র। টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট বলছে এবার হোটেল ব্যবসায় বিনিয়োগ করছেন ভাইজান। 

হ্য়াঁ, মুম্বইয়ের বান্দ্রার কার্টার রোডের অভিজাত লোকেশনে ১৯তলার একটি বিলাসবহুল হোটেল বানাচ্ছেন সলমন খান। সূত্রের খবর সলমনের হোটেলের ব্লু-প্রিন্টে ইতিমধ্যেই শিলমোহর দিয়ে দিয়েছে বিএমসি। যেখানে গড়ে উঠবে সলমনের স্বপ্নের হোটেল পূর্বে সেটি ছিল স্টারলেট কো-অপারেটিভ হাউসিং সোসাইটি। যা বেশ কিছু বছর আগেই কিনে নেয় খান ফ্যামিলি। শুরুতে সেখানে একটি আবাসন গড়ে তোলবারই পরিকল্পনা ছিল সলমনের, কিন্তু আপতত সেই প্ল্যান বদলে ফেলেছেন তারকা। 

স্পেয়ার অ্যান্ড অ্যাসোশিয়েট নাম আর্কিটেক্ট সংস্থা সলমন খানের পরিবারের তরফে বিএমসি-র কাছে হোটেলের যাবতীয় প্ল্যানিং জমা দিয়েছিল। যাতে সুবজ সংকেত দিয়েছে বিএমসি। সলমন খানের মা সলমা খানের নামে এই প্রপার্টি কিনেছেন ভাইজান।  এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনড হোটেলের উচ্চতা হবে ৬৯.৯ মিটার। 

অত্যাধুনিক এই হোটেলে থাকবে বিলাসবহুল জীবনের সমস্ত সুবিধা। প্রথম ও দ্বিতীয় তলে থাকবে ক্যাফে এবং রেস্তোরাঁ, তৃতীয় তলায় থাকবে জিম এবং সুইমিং পুল। চতুর্থ তলা ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসাবে। পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরে থাকবে ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার। সপ্তম থেকে উনিশ তলা পর্যন্ত থাকবে হোটেল রুম। 

গত বছর এপ্রিলে নিজের মালিকানাধীন বান্দ্রার একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন সলমন। যার মাসিক ভাড়া ১.৫ লক্ষ রাখা। প্রসঙ্গত, আপাতত জোরকদমে চলছে ‘টাইগার ৩’-র শ্যুটিং সারছে সলমন। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই স্পাই ফ্রাঞ্চাইসির তৃতীয় ছবির অপেক্ষায় দিন গুণছে সলমন-ক্যাটরিনা ভক্তরা। হ্যাঁ, এই ছবিতে ফের একসঙ্গে দেখা মিলবে টাইগার-জোয়ার। দু-দিন আগে এই ছবির সেট থেকে ছবি পোস্ট করে কাঁধে চোট পাওয়ার কথা জানান সলমন। সলমনের ইদ রিলিজ ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার রেশ ভুলে আপতত ‘টাইগার ৩’র দিকেই তাকিয়ে তারকা।

 

 

বন্ধ করুন