বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan-Sajid Nadiadwala: ১০ বছর পর একসঙ্গে কাজ করছেন সলমন-সাজিদ? প্রস্তুতি নিচ্ছেন কোন সিনেমার

Salman Khan-Sajid Nadiadwala: ১০ বছর পর একসঙ্গে কাজ করছেন সলমন-সাজিদ? প্রস্তুতি নিচ্ছেন কোন সিনেমার

১০ বছর পর একসঙ্গে সাজিদ-সলমন

২০১৪ সালে মুক্তি পায় সলমনের ‘কিক’। এর মাধ্যমে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অভিষেক ঘটে পরিচালক হিসেবে। এরপর কেটে গিয়েছে ১০ বছর। কিন্তু আর কোনও সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা।

তিন দশকের অভিনয় কেরিয়ারে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা সলমন খান। তার বেশ কিছু হিট সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সেগুলির মধ্যে রয়েছে- ‘যোদ্ধা’, ‘জানে মান’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কিক’-এর মতো সিনেমা।

২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। এর মাধ্যমে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অভিষেক ঘটে পরিচালক হিসেবে। এরপর কেটে গিয়েছে ১০ বছর। কিন্তু আর কোনও সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। একাধিক রিপোর্ট অনুসারে, দীর্ঘ বিরতির পর বড় বাজেটের একটি সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সলমন-সাজিদ। আরও পড়ুন: বিয়ে বাড়িতে পারফর্ম করছেন জাহ্নবী, অনন্যা, অমিত ত্রিবেদীরা! তুমুল ভাইরাল ভিডিয়ো

পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘সলমা়ন খান ও সাজিদ নাদিয়াদওয়ালার একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা চলছে। সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক এ আর মুরুগাডোস যখন বিষয়টি নিয়ে আলোচনা করেন, তখন একটি নাম বারবার উঠে আসে। আর সেই নাম হল— সলমন খান। পরে প্রযোজক সলমনের সঙ্গে আলোচনা করলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অভিনেতা।’ আরও পড়ুন: পড়াশোনা করতে ভালোবাসেন, অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে কী হতে চান, জানালেন দিতিপ্রিয়া

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে নাম ঠিক না হওয়া এই সিনেমার শ্যুটিংয়ের কাজ করবেন পরিচালক মুরুগাডোস। এ বিষয় সূত্র আরও বলেছেন, ‘সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার শ্যুটিং হবে ভারত, পর্তুগাল সহ ইউরোপের বেশ কিছু দেশে হবে। সাজিদের এটি একটি স্বপ্নের প্রজেক্ট। খুব শিঘ্রই শ্যুটিং শুরু করবেন। ২০২৫ সালের ইদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।’

উল্লেখ্য, আগামীতে সলমন খানকে ‘বুল’ ছবিতে দেখা যাবে। আর তিনি সেই ছবির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সদ্যই অভিনেতা সেই প্রস্তুতির ছবি প্রকাশ্যে এনেছেন। সবাইকে চমকে দিয়ে দেখালেন এই বয়সে এসেও তিনি ঠিক কতটা বদলে এনেছেন তাঁর শরীরে গঠনে। সলমন তাঁর বান্দ্রার বাড়ি থেকেই ছবিগুলো পোস্ট করেন।

‘বুল’ ছবিটির পরিচালনা করবেন বিষ্ণুবর্ধন। জানা গিয়েছে, এই ছবির মূল বিষয়বস্তু হবে দেশপ্রেম। সলমন খানকে এই ছবিতে ব্রিগেডিয়ার ফারুক বুলসারার চরিত্রে দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী, এই চরিত্রের জন্য নাকি অভিনেতাকে তুমুল শারীরিক পরিবর্তন করতে হবে। প্রচুর শরীর চর্চা করতে হবে। 

১৯৮৮ সালে মালদ্বীপে চলা অপারেশন ক্যাকটাসের বাস্তব জীবনের হিরোর চরিত্রে ধরা দেবেন তিনি এই ছবিতে। ছবিটির প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ফেব্রুয়ারি থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ভয় পাচ্ছেন মমতা…’ কার্নিভাল বয়কট বিজেপির, জামিন পেয়ে যেত সঞ্জয়, দাবি শুভেন্দুর কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দে এই সামগ্রীগুলি ভুলে যাচ্ছেন না তো! চোখ রাখুন তালিকায় আপনাদেরও DA বাড়ছে! ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ঢুকবে টাকা? Ranji Trophy: উত্তর প্রদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলেও বাংলার ঝুলিতে ৩ পয়েন্ট দ্বিতীয় টেস্টে ফিরছেন স্টোকস, বাবরের জায়গায় নবাগতর ওপর বাজি পাকিস্তানের ‘কার্নিভালের মঞ্চে মাইক হাতে নাচবেন…’, পুজো কার্নিভাল নিয়ে মমতাকে কটাক্ষ মানসীর আগের অধিনায়কদের পথেই হাঁটলেন সূর্যকুমার, নেটদুনিয়ায় ভাইরাল ছবি গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে খুন, সবকিছু লুটপাট করে পালাল দুষ্কৃতীরা মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, আত্মতুষ্টিতে নারাজ অধিনায়ক কল্যাণীতে ঘর ভাড়া মাসে মাত্র ১৫ টাকা! রয়েছে অ্য়াটাচ্ড বাথ! কীভাবে সম্ভব?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.