‘আগামিকাল আমার হৃদয়ের টুকরোর সঙ্গে পরিচয় করাবো’, ইনস্টাগ্রামে রবিবার পোস্ট করেন সলমন খান! সঙ্গে একটি ছবি। সেখানে সলমনের গা ঘেঁষে ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে এক সুন্দরী। সলমনের সঙ্গে মাথায় মাথা ঠেকিয়ে দাঁড়ানো এই রহস্যময়ী তবে কে? প্রশ্ন উঠেছিল ভক্তদের মনে। কথা মতোই সেই রহস্যময়ীর চেহারা প্রকাশ্যে আনলেন ভাইজান। তিনি আর কেউ নন, আলিজেহ অগ্নিহোত্রী। সলমনের নিজের বোন আলভিরা অগ্নিহোত্রীর একমাত্র মেয়ে। আরও পড়ুন-রয়েছে রক্তের সম্পর্ক! ঘরের মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন, চেনেন এই কন্যেকে?
মামুজান সলমন কোলেপিঠে করে মানুষ করেছে আলিজেহ-কে। শীঘ্রই বলিউড আত্মপ্রকাশ করতে চলেছে আলভিরা কন্যা। সেই ছবির টিজার তো আগেই মামুজান প্রকাশ্যে এনেছেন। এবার সলমনের বস্ত্র বিপণণী বিয়িং হিউম্যানের মুখ হিসাবে পাওয়া গেল আলিজেহকে। সলমনের সংস্থা এদিন মেয়েদের জন্য পোশাক লঞ্চ করল, আর সেই ক্যাম্পেনে মামুজানের পাশে উজ্জ্বল আলিজেহ।
একটি ছবিতে ডেনিম শার্ট আর প্যান্টে পাওয়া গেল আলিজেহ-কে। মামা সলমনকে জড়িয়ে ধরে রয়েছে সে। অন্য ছবিতে কালো রঙা পাফার জ্যাকেটে আলিজেহ, সলমনের সঙ্গে হাসির মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। এই ছবির বিবরণীতে সলমন লেখেন, ‘ভালোবাসা আর যত্নটা আসলে জিনগত… আমরা একদম আমাদের মতোই… আলিজেহ-র পরনে বিয়িং হিউম্যানের নতুন ওম্যানওয়ার কালেকশন!’
সলমন খানের নয়নের মণি আলিজেহ। মামা-ভাগ্নির ছবির লাইক-কমেন্টের বন্যা। ফ্যানেদের মতে, ৫৭-র সলমনের বয়স দিন দিন কমছে! ২৭-এর যুবকদের ফিটনেসের মামলায় টেক্কা দেবেন তারকা!
গত বছরের শেষেই কানাঘুষো শোনা গিয়েছিল এই স্টারকিডের সিনেমায় অভিষেক হওয়া নিয়ে। অবশেষে জল্পনা মিলিয়ে গত মাসেই সামনে আসে তাঁর বলিউড ডেবিউ-র ঝলক। বহুল সমালোচিত পরিচালক সৌমেন্দ্র পাধীর নতুন ছবি ‘Farrey’-র সঙ্গেই টিনসেল টাউনে নতুন যাত্রা শুরু করছেন তিনি। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল ছবি নয়, একদম অন্যরকম ছবি বেছেছেন আলিজেহ। 'জামতারা' সিজন ১ এবং ১-এর জন্য পরিচিত সৌমেন্দ্র। 'বুধিয়া সিং' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
সিডনির এক স্কুলের প্রেক্ষাপটে সাজানো এই থ্রিলার। এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। পড়াশোনার চাপ কিশোর-কিশোরীদের বিপথে ঠেলে দিচ্ছে, পরীক্ষায় সফল হতে টুকলির আশ্রয় নিচ্ছে তারা। কিন্তু এর ফল কী হবে? নাকি এই ভুলের বড় মাশুল দিতে হবে তাঁদের? তা উঠে আসবে আলিজেহ-র প্রথম ছবিতে। আগামি ২৪শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সলমনের ভাগ্নির ডেবিউ ছবি। অন্যদিকে সলমন এই মুহূর্তে টাইগার ৩ নিয়ে, ভাগ্নির ছবি মুক্তির দু-সপ্তাহ আগেই বক্স অফিস কাঁপাতে আসছেন সলমন।