গত বছরই সাত পাকে বাঁধা পড়েছেন সন্দীপ্তা সেন। বিয়ের পর এটাই প্রথম দোল সন্দীপ্তা এবং সৌম্যর। তাঁরা ২০২৩ সালের ৭ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন। কিন্তু বিয়ের পর প্রথম দোলেই শহরে নেই অভিনেত্রী। উড়ে গিয়েছেন বেঙ্গালুরু। কিন্তু কেন? কী আছে সেখানে?
বিয়ের পর প্রথম দোলে শহরে নেই সন্দীপ্তা
দোলের ছুটিটা এবার এমন ভাবে পড়েছে যে শনি, রবিবারের সঙ্গে সোমবার জুড়ে নিয়ে তিনদিনের লম্বা ছুটিতে অনেকেই কলকাতার আসে পাশে বেড়াতে চলে গিয়েছেন। আর তাঁদের মতোই অভিনেত্রী সন্দীপ্তা সেনও শহর ছেড়ে বাইরে গিয়েছেন। কিন্তু বিয়ের পর প্রথম দোলে কেন বাইরে গেলেন তিনি? কে আছেন সেখানে?
প্রসঙ্গত রবিবার বেঙ্গালুরু উড়ে গিয়েছেন সন্দীপ্তা। সেখানেই রয়েছে তাঁর পুচকু। আর সেই পুচকুর টানেই তিনি শহর ছেড়েছেন। এই বিষয়ে তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'তিন দিনের একটা লম্বা ছুটি পাওয়া গিয়েছিল তাই রবিবার আমি বেঙ্গালুরু এসেছি। সৌম্যর এক বন্ধুর সন্তান হয়েছে। সেই পুচকুকেই দেখতে এসেছি আমি। সোমবার বিকেলের ফ্লাইটেই আমি আবার ফিরে যাব।' তবে একা যাননি সন্দীপ্তা। সঙ্গে তাঁর বেটার হাফ সৌম্যও গিয়েছেন।
এবারের দোল এই তারকা দম্পতি বেঙ্গালুরুতে বসেই কাটাবেন। তবে রং খেলবেন না তিনি। আবির দিয়েই রঙের উৎসবে মাতবেন। এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'রং মাখা ব্যাপারটাই অতি বাজে। বিশেষ করে রং মাখার পর পরিশ্রম করে রং তোলার বিষয়টা, অতক্ষণ ধরে স্নান করাটা একদম ভালো লাগে না আমার। ছোট থেকেই আমার রং খেলতে ভালো লাগে।'
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েই আপ্লুত নীতীশ রানার স্ত্রী, সাঁচি লিখলেন, 'যে আপনাকে বদলে দেয়...'
লাল রং অপছন্দ সন্দীপ্তার
সন্দীপ্তা জানিয়েছেন তাঁর লাল রং একদমই ভালো লাগে না। সে আবির হোক বা পোশাক। এটা নিয়ে তিনি জানিয়েছেন, 'লাল রং আমার একদমই ভালো লাগে না। তাই বিয়েতেও আমি গোলাপি বেনারসি পরেছি। লাল আবিরও ভালো লাগে না আমার। তবে এবার ওই বন্ধুদের সঙ্গে একটু আবির খেলব। ব্যাস। ওটুকুই।'