কিছু মাস আগেই একরত্তি মেয়েকে হারিয়েছেন অ্যালবার্ট কাবো। ছোট্ট এভেলিনকে হারানোর পর স্ত্রী পূজার জোরাজুরিতে তিনি জি টিভি সারেগামাপাতে নাম দেন। সেখানে গিয়েই একটু একটু করে ঘুরে দাঁড়ান। লড়াই করেন নিজের এই ভয়ঙ্কর ক্ষতর সঙ্গে। একই সঙ্গে সেখানে গিয়ে গান গেয়ে সবার মন জিতে নেন বাংলার এই পাহাড়ি ছেলে কাবো। শুধুই কি তাই, তিনি এবারের জি টিভি সারেগামাপায়ের বিজয়ীও হয়েছেন। বিজয়ী হয়ে ফিরেই গেলেন মেয়ের কাছে।
মৃত মেয়ের কবর সাজালেন কাবো
২৬ নভেম্বর সম্প্রচারিত হয়েছে জি টিভি সারেগামাপার ফিনালে। সেখানেই চারজনকে হারিয়ে সেরার সেরা খেতাব জয় করেছেন অ্যালবার্ট কাবো লেপচা। এরপর তিনি ২৭ নভেম্বর ফিরে আসে তাঁর বাড়িতে। বাগডোগরা বিমানবন্দরে নামতেই উত্তরীয়, টুপি পরিয়ে তাঁকে সাদরে বরণ করা হয়। গাওয়া হয় গান, দেওয়া হয় স্লোগান। এরপর পরদিন সকাল হতেই প্রিয়জনদের কাছে এলেন কাবো।
মেয়ে, দাদু, দিদির কবর আছে যেখানে সেখানেই পূজাকে সঙ্গে নিয়ে আসেন কাবো। নিজের হাতে ফুলের মালায় সাজিয়ে দেন ছোট্ট এভেলিনের কবর। চোখ ভরে যায় জলে।
আরও পড়ুন: বাগডোগরা নামতেই উত্তরীয় টুপি পরিয়ে বরণ কাবোকে, ভক্তদের সঙ্গে গানও গাইলেন সারেগামাপার বিজয়ী
আরও পড়ুন: মন্টু খুঁজে পেল মনের মানুষকে, কবে ছাদনাতলায় যাচ্ছেন সৌরভ - দর্শনা?
এই পোস্ট করে কাবো লেখেন, 'আমার মৃত মেয়ে এভেলিনকে এতদিন পর দেখে খুব খুশি হলাম। সঙ্গে আমার দাদু, ঠাকুমা, বোন সবার কাছেই গিয়েছিলাম। সবাই আমার জন্য প্রার্থনা করো।'
কে কী বলছেন?
অনেকেই কাবোর এই পোস্টে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আশা করব পূজা আর কাবোর জীবনে যেন আবার এমন একটা পুতুল আসে, দুজনেই ভালো থেকো খুব।' আরেকজন লেখেন, 'এটাই তো ভালো মনের পরিচয়। খেতাব জয় করে এসেই প্রিয়জনদের কাছে এসে দেখা করে গেলে। ভালো থেকো ভাই।' 'এভেলিন তোমার বাবা কিন্তু একজন রকস্টার। ওর পাশে থেকো সবসময়' মন্তব্য আরেকজনের।