বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik Death: সতীশ কৌশিককে হত্যার অভিযোগের তদন্ত? অভিযুক্তের ফার্ম হাউসে পৌঁছোলো পুলিশ

Satish Kaushik Death: সতীশ কৌশিককে হত্যার অভিযোগের তদন্ত? অভিযুক্তের ফার্ম হাউসে পৌঁছোলো পুলিশ

সতীশ কৌশিক (ফাইল ছবি) (HT_PRINT)

Satish Kaushik Death: সতীশ কৌশিককে খুন করা হয়েছে বলে অভিযোগ। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁরই স্ত্রীর এই দাবি। 

সতীশ কৌশিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগতুলেছেন সানভি মালু। তাঁর অভিযোগ, বিষ খাইয়ে হত্যা করা হয়েছে অভিনেতাকে। এবং এই অভিযোগের তীর স্বামী বিকাশ মালুর দিকে। এই বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারকে সানভি একটি চিঠি লিখেন এবংপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে সেটির অনুলিপি পাঠান। সানভির এই অভিযোগের কারণেই বিকাশ মালুর ফার্ম হাউসে রবিবার পৌঁছোলে দিল্লি পুলিশ। 

কী অভিযোগ করেছেন সানভি

হোলির দিন সতীশ কৌশিক দিল্লিতে তাঁর বন্ধু বিকাশ মালুর ফার্ম হাউসে একটি পার্টিতে যোগ দেন। সানভির বক্তব্য, সতীশ প্রায়ই ভারত ও দুবাইয়ে তাঁদের বাড়িতে যেতেন। তাঁর দাবি অনুযায়ী, প্রায় তিন বছর আগে বিকাশ মালু নিজের ব্যবসায় বিনিয়োগের জন্য সতীশ কৌশিকের থেকে ১৫কোটি টাকা ধার নিয়েছিলেন। যা তিনি ফেরত দিচ্ছিলেন না। এই টাকার লেনদেন নিয়ে সতীশ আর বিকাশের মধ্যে বিরোধ চলছিল। গত অগস্টে দুবাইয়ে তাঁদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। লড়াইয়ের সময় সানভিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। তখন বিকাশ বলেন, ভারতে গিয়ে তাঁর টাকা ফেরত দেবেন।

সানভির দাবি বিকাশ নাকি তাঁকে বলেন, ‘পাগল লোকটা যে ১৫ কোটি দিয়েছিল, তা করোনায় ডুবে গিয়েছে। এই টাকা দেওয়া সম্ভব নয়। একদিন রাশিয়ানরা ওকেডেকে নীল বড়ির ওভারডোজ দেবে, এবং ও মারা যাবে। কে ফেরত দিচ্ছে এই টাকা!’ বিকাশ মালু সেই রাতেই নাকি সানভিকে বললেন, ‘সতীশ কৌশিকের তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। নাহলে এটা চাপা রাখা যাবে না।’ সানভি বলেন, এখন বিকাশের কথাই সত্যি হয়েছে।এমন পরিস্থিতিতে সতীশ কৌশিকের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। এ মামলায় সাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সানভি।

এর পাশাপাশি সানভির অভিযোগ, তাঁর স্বামী বিকাশের কাছে কোকেন, এমডিএমএ, জিবিএইচ, গাঁজা, চরস, ব্লু পিলস, পিঙ্ক পিলসের মতো মাদকের বিরাট সংগ্রহ রয়েছে। যা তিনি দিল্লির সমস্ত ফার্ম হাউস পার্টিতে ব্যবহার করেন।

তাঁর অভিযোগের ভিত্তিতেই আপাতত তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। তেমনই শোনা যাচ্ছে। আর সেই কারণেই আপাতত বিকাশ মালুর ফার্ম হাউসে গিয়ে তদন্ত চালিয়েছে দিল্লির পুলিশ। যদিও সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কি না, তা এখনও জানা যায়নি। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন