বাংলাদেশে ছবির শ্যুটিং করতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার 'ছায়াবাজ' ছবির কোরিওগ্রাফার নাকি অযাচিতভাবে সায়ন্তিকার হাত ধরে বসেন। আর তাতেই বেজায় বিরক্ত হন সায়ন্তিকা। ঘটনা নিয়ে প্রযোজক মণিরুল ইসলামের সঙ্গেও মত বিরোধের পর ছবির কাজ শেষের আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় ফিরে আসেন সায়ন্তিকা। গত কয়েকদিন ধরে এপার এবং ওপার দুই বাংলা ইন্ডাস্ট্রিতে কান পাতলে এমন কথাই শোনা যাচ্ছে। অবশেষে ঘটনা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজারকে সায়ন্তিকা জানান, ‘প্রথমে অন্য একজন প্রশিক্ষক নাচের শুটিংয়ে এসেছিলেন কিন্তু টাকা পয়সা নিয়ে মত-বিরোধের কারণে তিনি চলে যান। তারপর মাইকেল নামক যুবকটি আসে। মাইকেল, আমার সম্মতি ছাড়াই, আমার হাত ধরেছিল এবং আমি ওকে সবার সামনে থামিয়ে দিয়েছিলাম।’
আরও পড়ুন-শাশুড়িমার বানানো সাদা বাটার দিয়ে পরোটা খান ক্যাটরিনা! বলছেন ভিকি
আরও পড়ুন-সায়ন্তিকাকে নিয়ে ভুল কথা বলা হচ্ছে, আমার চরিত্রেও কালি লাগানোর চেষ্টা চলছে: জায়েদ খান
সায়ন্তিকা আরও জানান, ‘আমি একজন পেশাদার শিল্পী। এভাবে কাজ করার কথা ভাবতে পারি না।’ সায়ন্তিকার কথায় ‘শ্যুটিংয়ে বার বার কিছু প্রযুক্তিগত সমস্যা নিয়ে প্রযোজকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনও সাড়া পাইনি। ওঁর কোনো পরিকল্পনা নেই, ব্যবস্থাপনা নেই। আমাদের হঠাৎই বলা হয়েছিল যে একটি ডান্স সিকোয়েন্সের শুটিং হবে। অনেকবার ফোন করার পরও প্রযোজক মনিরুলের সাড়া পাইনি। আমি বলেছিলাম মাইকেলের সঙ্গে এভাবে কাজ করব না।’ সায়ন্তিকা আরও জানান, দেশে ফেরার আগে তিনি কক্সবাজারে দুই দিন অপেক্ষা করেছিলেন, প্রযোজকের সঙ্গে কথা বলার জন্য, তবে কোনও সমাধান হয়নি।'
সায়ন্তিকা আরও দাবি করেছেন যে প্রযোজক তাঁকে বলেন যে ছবিটির জন্য কোরিওগ্রাফার মাইকেলের সঙ্গেই তাঁকে কাজ করতে হবে। সায়ন্তিকা অবশ্যে পরে বলেন শুটিং, চিত্রনাট্য এবং অন্যান্য বিষয়ে সঠিক বিবরণ দিলে তিনি ছবিটির বাকি কাজ শেষ করতে পারেন। সায়ন্তিকাকে ‘ছায়াবাজ’-এর শ্যুটিং আবার দেখা যাবে কিনা কিছুটা ধোঁয়াশা থাকলেও এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী কলকাতায় ফেরার আগে সহ-অভিনেতা জায়েদের সঙ্গে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।