একদিকে নতুন সিরিয়ালের হিড়িক, অন্যদিকে বিভিন্ন চ্যানেলের একের পর এক মেগা বন্ধ হচ্ছে। শেষের পথে ‘মউ এর বাড়ি’- মাসখানেক আগেই এই খবরটা জানিয়েছিলাম। এবার সামনে এল দিনক্ষণ। হ্যাঁ, কালার্স বাংলার সবচেয়ে পুরোনো সিরিয়াল ‘মউ এর বাড়ি’ শেষ হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহ শেষেই। স্লট পরিবর্তন করেও শেষমেষ টিকতে পারল না অদ্রিজা রায় এবং অভিষেক বি শর্মার এই মেগা।
চারটি মেগা সিরিয়ালের সঙ্গে গত বছর অগস্টের শেষে নতুন করে পথচলা শুরু করেছিল কালার্স বাংলা। বাকি তিন সিরিয়াল শেষ হয়েছে আগেই। স্লট হারিয়েও টিকে ছিল ‘মউ এর বাড়ি’। আসন্ন সিরিয়াল ‘ফেরারি মন’কে জায়গা করে দিতে বিদায় নিতে চলেছে মউ-এর কাহিনি। গত ২১শে অক্টোবর হয়ে গেল ‘মউ এর বাড়ি’র শেষদিনের শ্যুটিং। আগামী ৬ই নভেম্বর শেষবার সম্প্রচার এই ধারাবাহিকের। ৭ই নভেম্বর থেকে সন্ধ্যা ৬.৩০টার স্লটে দেখা যাবে নতুন সিরিয়াল ‘ফেরারি মন’।
শেষদিনে কেক কেটে একসঙ্গে সেলিব্রেট করল টিম ‘মউ এর বাড়ি’। সেটে হাজির ছিলেন প্রযোজক নিসপাল সিং রানেও। শেষদিনের শ্যুটিং-এ আবেগঘন সকলেই। রূপমের স্মৃতি ইতিমধ্যেই ফিরে এসেছে, রাজেশের পর্দাও ফাঁস হয়েছে। হ্যাপি এন্ডিং-এর মধ্যে দিয়েই শেষ হতে চলেছে এই মেগা। রূপম ও মউয়ের কেমিস্ট্রি শুরু থেকেই মন কেড়েছে সবার। এবার শেষ হচ্ছে সেই জার্নি।
৭ই নভেম্বর থেকে কালার্স বাংলার পর্দায় সন্ধ্যা ৬.৩০টায় দেখা যাবে ‘ফেরারি মন’। এই সিরিয়ালে লিড রোলে রয়েছেন জি বাংলার ‘ক্ষীরের পুতুল’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা রায় এবং ‘জয় জগন্নাথ’-এর নায়ক বিপুল পাত্র। কলেজ প্রেমের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে, যদিও কাহিনির শুরুটা হবে ঝগড়া এবং রেষারেষি দিয়ে। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই ভাইরাল। সেখানে নায়িকার নিজেই নিজের কপালে সিঁদুর পরানো নিয়ে চর্চার শেষ নেই। দর্শক মনে কতটা জায়গা করে নেবে এই নতুন গল্প সেটাই এখন দেখবার।