আগেই জানা গিয়েছিল যে বলিউডে ডেবিউ করতে না করতেই সুহানা খানকে তাঁর বাবার সঙ্গে একটি ছবিতে দেখা যাবে। মেয়ের সঙ্গে শাহরুখ একটি অ্যাকশনে ঠাসা ছবিতে ধরা দেবেন। ২০২৩ সালেই সেই খোহির প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল অ্যাকশন ঠাসা থ্রিলার ছবিটির পরিচালনা করবেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে থাকবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এবার সেই ছবির বিষয়ে এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল
সুজয় ঘোষ কিং ছবিতে শাহরুখ সুহানা
সুজয় ঘোষ পরিচালিত আগামী ছবিটির নাম হতে চলেছে কিং। এখানে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনার দায়িত্ব ভাগ করে নেবেন পাঠান ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এবার পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হল সুজয় ঘোষের কিং ছবিটির কাজ শুরু হচ্ছে ২০২৪ সালের মে মাস থেকে। সূত্রের তরফে জানানো হয়েছে সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ লাগাতার ছবিটি নিয়ে কথা বলছেন শাহরুখ এবং সুহানার সঙ্গে। সেই ২০২৩ এর অক্টোবর থেকে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক মিটিং হয়েছে তাঁদের। এখনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন সুজয়। তৈরি করছেন বিশ্বমানের অ্যাকশন সিকোয়েন্স। বাকিটা সিদ্ধার্থের উপর।'
আরও পড়ুন: মার্চ থেকেই ডন হয়ে ওঠার প্রস্তুতি শুরু রণবীরের! প্রথম ধাপে কী কী শিখছেন কিয়ারা?
কিংয়ের জন্য প্রস্তুতি শুরু সুহানার
এছাড়া সূত্রের তরফে আরও জানানো হয়েছে কিং ছবিটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুহানা খান। তিনি একাধিক ধরনের স্টান্ট শিখছেন। তিনি জানিয়েছেন, 'মন্নতেই ট্রেনিং চলছে সুহানার। তাঁর সঙ্গে তাঁর বাবা শাহরুখ খানও থাকছেন কিছু কিছু সেশনে। বিশ্বমানের ট্রেনাররা আসছেন তাঁদের প্রশিক্ষণ দিতে। র অ্যাকশন করতেই মূলত এখানে দেখা যাবে শাহরুখ খান এবং সুহানা খানকে।'
টাইগার ভার্সেস পাঠান
এর আগে জুমের একটি রিপোর্টে জানানো হয়েছিল এপ্রিল মাস থেকে নাকি শাহরুখ এবং সলমন খান তাঁদের টাইগার ভার্সেস পাঠান ছবিটির শ্যুটিং শুরু করবেন। যদি সেটাই হয় তাহলে কি একমাসেই সেই ছবির কাজ শেষ করে তিনি কিংয়ে হাত দেবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও পিঙ্কভিলার তরফে জানানো হয়েছে ২০২৪ এর ডিসেম্বর থেকে শাহরুখ আগে পাঠান ২ এর কাজ শুরু করবেন। তারপর এক বছরের বিরতি দিয়ে ২০২৬ সাল থেকে শুরু হবে টাইগার ভার্সেস পাঠান ছবির কাজ। ২০২৫ সালে মুক্তি পাবে এই কিং ছবিটি। এখন এই সমস্ত তথ্যের কোনটা ঠিক আর কোনটা নয় সেটা সময়ই উত্তর দেবে।