বাংলা নিউজ > বায়োস্কোপ > AskSRK Session-Jawan: 'জঘন্য কথা বলো না ভাই', আচমকাই নেটিজেনের উপরে চটলেন শাহরুখ, হঠাৎ হল কি কিং খানের?

AskSRK Session-Jawan: 'জঘন্য কথা বলো না ভাই', আচমকাই নেটিজেনের উপরে চটলেন শাহরুখ, হঠাৎ হল কি কিং খানের?

AskSRK সেশনে শাহরুখকে কটাক্ষ জনৈক নেটিজেনের

Shah Rukh Khan: জওয়ান মুক্তি পাওয়ার আগে আবারও আস্ক এসআরকে সেশনের আয়োজন করেন শাহরুখ খান। সেখানেই এক ভক্তের প্রশ্নে সেরা জবাব দিলেন।

জওয়ান মুক্তি পেতে আর মাত্র ৫ দিনের অপেক্ষা। আর এখন শাহরুখ জ্বরে রীতিমত ভুগছে গোটা দেশ। জওয়ান ছবিটির অ্যাডভান্স বুকিং দেখলেই সবটা বোঝা যাচ্ছে। আর এই উত্তেজনাময় অবস্থায় কিং খান আরও একটি আস্ক এসআরকে সেশনের আয়োজন করলেন। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন। কেউ কটাক্ষ করলে তাঁকেও জবাব দিতে ছাড়লেন না।

শাহরুখ খান আজ আস্ক এসআরকে সেশন করেন। সেখানেই এক ব্যক্তি লেখেন, 'জওয়ানের বুকিংয়ের মধ্যে কতটা কর্পোরেটের আর কতটা সত্যিকারের?' এই নেটিজেনের কটাক্ষকে মোটেই ইগনোর করেননি বাদশা। বরং দিয়েছেন যোগ্য উত্তর। পাল্টা জবাব দিয়ে লেখেন, 'সোশ্যাল মিডিয়ার মতো জঘন্য কথা বলো না ভাই। ভালো ভাবনা চিন্তা রাখো, সবার জন্য ভালো মনোভাব রাখি। জীবনের জন্য ভালো।' পরে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে জওয়ান লেখেন।

কিং খানের এই টুইটে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কর্পোরেট বুকিং নয় এগুলো, এটাই শাহরুখের প্রতি তাঁর ভক্তদের ভালোবাসা।' আরেক ব্যক্তি লেখেন, 'স্যার একবার অসম আসবেন। আমি আপনার সঙ্গেই জওয়ান দেখতে চাই।'

আরও পড়ুন: জওয়ান আসতে ৫ দিন বাকি, এর মধ্যেই বাংলার ১৭০টি শো হাউজফুল! বাকিগুলোর অবস্থা কী?

আরও পড়ুন: 'বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি ছিলাম', ‘জওয়ান’ নিয়ে বললেন বিজয়

এক ব্যক্তি শাহরুখের একটি কাট আউটের ছবি পোস্ট করে জানতে চান 'কেমন লাগছে স্যার?' উত্তরে কিং খান তাঁর হিউমার সেন্সের পরিচয় দিয়ে বলেন, 'মনে হচ্ছে হাই হিল পরেছি। অনেক ধন্যবাদ।'

মোদ্দা কথা এখন চারদিকে এভাবেই জওয়ান ক্রেজ চলছে। পশ্চিমবঙ্গে এই ছবির ৫১২ টি শো থাকবে। এর মধ্যে ১৭০টি হাউজফুল হয়ে গিয়েছে। অথচ টিকিট বুকিং শুরু হয়েছে মাত্র দুদিন আগে।

জওয়ান ছবিটি ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, প্রমুখ আছেন। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

বন্ধ করুন