বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan: জওয়ান আসতে ৫ দিন বাকি, এর মধ্যেই বাংলার ১৭০টি শো হাউজফুল! বাকিগুলোর অবস্থা কী?

Jawan: জওয়ান আসতে ৫ দিন বাকি, এর মধ্যেই বাংলার ১৭০টি শো হাউজফুল! বাকিগুলোর অবস্থা কী?

জওয়ান আসতে ৫ দিন বাকি, এর মধ্যেই বাংলার ১৭০টি শো হাউজফুল!

Jawan: শাহরুখের জওয়ান মুক্তি পেতে এখনও ৫ দিন বাকি। এদিকে তার মধ্যে ১৭০ টি শো হাউজফুল বাংলায়! বাকি শোয়ের কী অবস্থা?

১ সেপ্টেম্বর। ঘড়ির কাঁটা বলছে তখন পৌনে একটা ছুঁই ছুঁই। কাজের ব্যস্ততা ফেলে তড়িঘড়ি টিকিট কাটতে বসলাম বহু অপেক্ষৃত ছবির। আরে বাবা কিং খানের ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো না দেখলে ঠাকুর পাপ দেয় যে। বুক মাই শোয়ের সাইটে ঢুকতে ঢুকতে ভাবছিলাম যে আর্লি মর্নিং শোয়ে হাতে গোনা টিকিট বিক্রি হলে পরের শোয়ের টিকিট নাহয় কাটব। নইলে ফের সেই টিকিট ক্যানসেল করবে। ওমা একি! ঘণ্টাখানেক হয়নি তার আগেই দেখি আমার বুক করা টিকিট ছাড়া আর গুনে গুনে হয়তো ৪ থেকে ৫ টা টিকিট পরে। আর সুপার ডিলাক্সে আরও ১০টা মতো। টিকিট কেটে হাঁফ ছেড়ে বেঁচে ছিলাম কারণ হয় সত্যি পরের শোয়ের টিকিট কাটতে হতো নইলে বেশি টাকা যেত!

ছবি মুক্তি পেতে বাকি এখনও ৫ দিন। তার আগেই এভাবেই বক্স অফিস ঝড় তুলেছে জওয়ান। শাহরুখ জ্বরে আক্রান্ত গোটা বাংলা তো দেশ। সব দেখে কিং খানের ভাষাতেই যেন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে 'রেডি হ্যাঁ?'

আরও পড়ুন: সমুদ্রে গিয়েই ডেয়ারিং মুডে পুতুল, হাতে পেল্লাই সাইজের মাছ ঝুলিয়ে ছবি শ্রীতমার

আরও পড়ুন: শনিবার আসতেই ফের গুটিগুটি পায়ে আয় বাড়ল গদর ২-র, তবু পেরোতে পারল কি ৫০০ কোটি?

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের দ্বিতীয় ছবি জওয়ান। এই ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানি মালহোত্রা প্রমুখকে দেখা যাবে। এই ছবির নতুন তথ্য প্রকাশ্যে এল। বাংলায় কটা শো পেয়েছে এই শো আর সেগুলোর হালহকিকত বা কী জেনে নিন ঝটপট।

বক্স অফিস বেঙ্গলের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে আপাতত জওয়ানের ৫১২ টি শো আছে। এর মধ্যে ১৭০ টি হাউজফুল। আরও ২৫ টির নামমাত্র সিট পরে ভাগ্যবানদের জন্য। পাঁচদিন বাকি তাতেই এই। ভাবুন ছবি মুক্তির দিন যত এগোবে তত ছবিটা কতটা আর কী ভাবে বদলাবে।

এই অধমের তো অন্তত দুবার যাওয়ার প্ল্যান আছেই আছে। আপনার কি এখনও অবধি টিকিট কাটা হল?

বন্ধ করুন