সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ডঙ্কি। তার আগেই আবারও কিং খানকে তাঁর ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা গেল। ভক্তদের করা নানা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ। এমনকি ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়। মনে করলেন ফেলে আসা দিনের কথা।
ছোটবেলার কথা মনে করে কী বললেন শাহরুখ?
এদিন শাহরুখ যখন আস্ক এসআরকে সেশনের আয়োজন করেছিলেন সেখানে তাঁর এক ভক্ত তাঁকে ছোটবেলা এবং দিল্লিতে কাটানো সময়ের কথা জিজ্ঞেস করেন। সেই প্রসঙ্গে উঠতেই লহমায় অতীতে ফিরে গেলেন তিনি। জানালেন তিনি এখনও সেই সময়কার উপলব্ধি, মানুষটাকে নিজের মধ্যে বয়ে নিয়ে চলেন। তাঁর বড় হয়ে ওঠা, তাঁর ছোটবেলার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি তাঁর আজও মনের মণিকোঠায় অমলিন হয়ে আছে বলেও জানান।
আরও পড়ুন: অ্যানিম্যালের জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছেন রণবীর! সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই সেই ভাইরাল ক্লিপ
আরও পড়ুন: বাবার হাত ধরে প্রথমবার হাঁটল রাহা! 'অ্যানিম্যাল' রণবীরের তারিফ করে আলিয়া কী লিখলেন?
টুইটারে এদিন এক ব্যক্তি লেখেন, 'স্যার, আপনার দিল্লির কথা মনে পড়ে? আপনার ছোটবেলার প্রসঙ্গে কিছু বলুন না।' এই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, 'আমি তো এখনও ছোটই।' একই সঙ্গে বলেন, 'আমার ছোটবেলা ভালোই কেটেছে, আমি আমার বাবা মাকে খুব মিস করি।'
ডঙ্কি প্রসঙ্গে
শাহরুখ খানকে আগামীতে ডঙ্কি ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। মুখ্য ভূমিকায় শাহরুখ খান ছাড়াও থাকবেন তাপসী পান্নু। ইতিমধ্যেই এই ছবির অফিসিয়াল পোস্টার সহ অভিনেতাদের লুক প্রকাশ্যে এসেছে। বাদ যায়নি গানও। ডঙ্কি ছবির দুটো গান মুক্তি পেয়েছে। লুট পুট গয়া গানটি আগে মুক্তি পায়, তার পর প্রকাশ্যে আনা হয়েছে নিকলে থে কভি হম ঘর সে।' শ্রোতাদের থেকে দারুণ সাড়া পেয়েছে দুটো গানই। এখন দেখার পালা পাঠান, জওয়ানের পর ডঙ্কি বক্স অফিসে কেমন ব্যবসা করে। রেকর্ড ভাঙতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে সবাই।