'পাঠান', 'জওয়ান'- ব্লকবাস্টার, ২০২৩ শাহরুখকে ফের একবার ' বলিউড কিং'-এর আসনে বসিয়েছেন। উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা। তবে নিন্দুকের অভাব হয় না। কিছু লোকজন এই সাফল্যের পরও শাহরুখকে ট্রোল করতে ছাড়ছেন না। এবার সেই ট্রোলারদেরই কড়া জবাব দিলেন ‘বাদশা’।
প্রায়দিনই নিয়মকে AskSRK সেশনে অনুরাগীদের সঙ্গে কথা বলেন শাহরুখ খান। বুধবার অনুরাগীদের সঙ্গে কথা বলার সময় এমনই কিছু ট্রোলারের মুখোমুখি হন শাহরুখ। এক নেটিজেন 'পাঠান', ‘জওয়ান’কে ‘টাট্টি মুভি’ (মলত্যাগের সঙ্গে তুলনা) বলে কটাক্ষ করেন।
ট্রোলারটি লেখেন, ‘আপনার অত্যন্ত কার্যকর এবং দক্ষ PR টিমের কারণেই আপনার শেষ দুটি টাট্টি সিনেমা ব্লকবাস্টার হয়েছে.. আপনার সেই PR এবং মার্কেটিং টিমের উপর আপনি কি এখনও বিশ্বাস বজায় রেখেছেন? যে ডাঙ্কিও হিট হবে এবং আরও একটা tatti ব্লকবাস্টার হবে।’ এমন আক্রমণেরই কড়া জবাব দেন শাহরুখ।
বিরক্ত শাহরুখ এধরনের কুরুচিকর আক্রমণের জবাবে লেখেন, ‘সাধারণত আমি আপনার মতো আশ্চর্যজনকভাবে বুদ্ধিমান ব্যক্তিদের উত্তর দিই না। কিন্তু আপনার ক্ষেত্রে আমি ব্যতিক্রমী হয়ে উত্তর দিচ্ছি। কারণ, আমি মনে করি আপনার কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করা দরকার। আমার জনসংযোগ দল(PR টিম)কে বলব আপনাকে কিছু সোনার ওষুধ পাঠাতে...আশা করি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।’
আরও পড়ুন-প্রশ্ন করার আগে মনে রাখবেন আপনি আমার বাবার....KBC-র মঞ্চে Big B-কে সুহানার গুগলি
আরও পড়ুন-অসুস্থ জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
আরও পড়ুন-সম্পত্তি নিয়ে বচসা, রাগের মাথায় গুলি চালিয়ে বসেন, খুনের দায়ে গ্রেফতার 'মহাভারত' অভিনেতা
#AskSRK-এ সেশনের সময়, এক X (টুইটার) ব্যবহারকারী শাহরুখকে ‘জিরো’র কথা ফের একবার মনে করিয়ে দেন। কিং খান সেই ব্যক্তিকেও উত্তর দিতে ছাড়েননি। ওই নেটিজেন বলেন ‘1÷0 কত হয়?’, শাহরুখ উত্তরে লেখেন, ‘ফির আ গ্যায়ে জিরো কি ইয়াদ দিলনে!!!! চল 9-2-11 হো জা ইয়াহাঁ সে!!! #DunkiTrailer (আপনি আমাকে জিরো সম্পর্কে মনে করিয়ে দিতে আবার এসেছেন। দয়া করে চলে যান।)’।