বলিউডের সুন্দর নায়কদের তালিকায় বরাবরই পয়লা সারিতে থাকেন শাহরুখ খান। রবিবার রাত থেকে একটি শার্টলেস ছবি ঘুরছে কিং খানের সোশ্যাল মিডিয়াতে, যা শেয়ার করেছেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। ছবিতে লম্বা চুলের শাহরুখকে দেখা গেল একটি গ্লাস হাতে পোজ দিতে।
গায়ে শার্ট না থাকলেও, চোখ আটকাচ্ছে কিং খানের অ্যাকসেসরিজে। কালো ফ্রেমের সানগ্লাস আর লেয়ারড চেন। হাতে তিনটে আংটিও রয়েছে, যাতে লেখা ‘DYAVOL’। খুব সম্ভবত কোনও অ্যাকসেসরিজ ব্র্যান্ডের হয়েই তোলা হয়েছে ছবিখানা।
এই পোস্টের কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘আজ আমার ইনস্টাগ্রাম করা সার্থক হল’। অপরজনের মন্তব্য, ‘আমি তো শ্বাস নিতে পারছি না।’ তৃতীয়জন লিখলেন, ‘খুব গরম লাগছে! বরফ চাই আমার’।
আরও পড়ুন: বছরে ৩ মাস ‘নো ওয়ার্ক পলিসি’, জুন থেকে অগস্ট কোথায় গিয়ে থাকেন সইফ-করিনা?
শাহরুখের এই ছবিখানা শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন, ‘ফিট থাকা ও বয়সের বিপরীতে চলার বড় অনুপ্রেরণা! ওঁর বয়স বাড়ছে না, বরং ক্লাসিক হচ্ছে। @iamsrk’
সম্প্রতি, সুপারস্টার শাহরুখ খান দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪-এ 'সেরা অভিনেতা' বিভাগে একটি পুরস্কার জিতেছেন। অ্যাটলির পরিচালনায় জওয়ান ছবিতে অভিনয়ের জন্য এসআরকে সম্মানিত করা হয়েছিল। মঞ্চে উঠে অ্যাওয়ার্ড নেওয়ার পর কিং খানকে বলতে শোনা যায়, ‘আমি জুরিদের ধন্যবাদ জানাই যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন। আমি অনেক দিন ধরে সেরা অভিনেতার পুরস্কার পাইনি। মনে হচ্ছিল যেন আমি এই পুরস্কার হয়তো আর কোনওদিন পাব। তাই আমি অত্যন্ত খুশি। আমি পুরস্কার পেতে আসলে পছন্দ করি। আমি একটু লোভী।’
আরও পড়ুন: দিদি নম্বর ১-এ রুটি বেললেন মমতা, কটাক্ষ সায়নের, ‘উনি নিরোর শাসন বেশি ভালোবাসেন’
২০২৩ নিসন্দেহে ছিল শাহরুখ খানের জন্য ধামাকেদার বছর। ২০১৮ সালে এসেছিল জিরো। যা একপ্রকার ফ্লপ করে। সেইসময় পরপর আসা ব্যর্থতার চাপে সিনেমা থেকে কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন কিং খান। তবে তাঁর সেই বিরতি দীর্ঘ করে দিয়েছিল করনো, লকডাউন, মাদক কাণ্ডে বড় ছেলে আরিয়ানের নাম জড়ানো। তবে ফিরলেন যখন, একেবারে ধামাকা দিয়ে।
আরও পড়ুন: দিদি নম্বর ১-এ রুটি বেললেন মমতা, কটাক্ষ সায়নের, ‘উনি নিরোর শাসন বেশি ভালোবাসেন’
২০২৩ সালের শুরুতেই মুক্তি পেয়েছিল পাঠান। যা বিশ্বব্যপী ১০০০ কোটির উপর ব্যবসা করে। এরপর অগস্টে মুক্তি পাওয়া জওয়ানের ব্যবসার অঙ্ক ছিল ১১০০ কোটি। বছরের শেষে ডিসেম্বরে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় ডাঙ্কি। এই ছবির আয় ছিল ৪৫০ কোটির উপরে। আপাতত কিং খান বা টিমের তরফ থেকে, কোনও নতুন প্রোজেক্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনিয