৫৪ বছর বয়সী অপর্ণা সোনি সম্প্রতি দাবি করেন যে তিনিই নাকি রবি কিষানের স্ত্রী। থুড়ি দ্বিতীয় স্ত্রী। এমনকি তাঁর মেয়ের বাবাও নাকি খোদ অভিনেতাই। এ হেন অভিযোগ তুলে সম্প্রতি তিনি একটি FIR দায়ের করেছিলেন। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সেই FIR প্রত্যাহার করতে বম্বে হাইকোর্ট ছুটলেন অপর্ণা! একই সঙ্গে জানালেন আর কোন তথ্য?
FIR কেন প্রত্যাহার করতে চান অপর্ণা?
এদিন অপর্ণা সোনি জানিয়েছেন তিনি রবি কিষানের স্ত্রী প্রীতি শুক্লার আনা FIR কে বাতিল করার জন্য নিজেও তাঁর FIR তুলে নিতে চাইছেন। প্রীতি জানিয়েছেন অপর্ণা নাকি জেনে বুঝে মিথ্যে ধর্ষণের অভিযোগে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন: সফল ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক হয়েও 'নিজের বাড়ি'তে থাকেন না সৌরভ! দাদাগিরিতে বললেন, 'আমিও আমার...'
এদিন অপর্ণা সোনির উজিক অশোক এম সারাওগি, অপর্ণা এবং তাঁর স্বামী রাজেশ সোনি ও মেয়ে শিনোভার সঙ্গে প্রীতির আনা অভিযোগের বিরোধিতা করেন। তাঁদের দাবি প্রীতি যা যা বলেছেন সেগুলো সঠিক নয়। খারাপ উদ্দেশ্য নিয়েই নাকি তিনি এই কাজ করেছেন।
প্রীতি কী জানিয়েছেন তাঁর FIR -এ?
রবি কিষানের স্ত্রী প্রীতি তাঁর অভিযোগে জানিয়েছেন অপর্ণা সোনি নাকি তাঁদের থেকে ২০ কোটি টাকা চেয়েছেন, যদি তাঁরা সেই টাকা না দেন তাহলে অভিনেতাকে মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
যদিও অপর্ণা সোনি এই দাবিগুলো মানতে চাননি। তাঁদের মতে এই FIR করে অপর্ণার মেয়ে যে তাঁর বাবার পরিচয় দাবি করেছিল রবির থেকে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই ফির প্রত্যাহার করতে নিতে চেয়েছেন। একই সঙ্গে বলেছেন এই FIR এর উপর ভিত্তি করে যে তদন্ত শুরু হয়েছিল সেটার কাজকর্ম যেন কদিন বন্ধ রাখা হয়।