সদ্যই স্পেনে ‘পাঠান’-এর শ্যুটিং সেরে দেশে ফিরেছেন শাহরুখ। যশ রাজ ফিল্মসের এই ছবির সঙ্গেই প্রায় চার বছর পর রুপোলি পর্দায় ফিরবেন শাহরুখ খান। দীর্ঘ সময় ধরে ‘পাঠান’-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে শাহরুখ ভক্তরা। তবে মুখে কুলুপ এঁটেছিলেন বাদশা। মাস কয়েক আগেই শুভ কাজটা সেরে ফেলেছেন এই বলি সুপারস্টার।
দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছে ‘পাঠান’-এর পর শাহরুখকে দেখা যাবে দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির নতুন প্রোজেক্টে। ট্রেন্ড মেনেই এই প্রোজেক্ট নিয়েও স্পিকটি নট শাহরুখ। তবে মঙ্গলবার সুপারস্টার বিজয়ের ‘বিস্ট’ ছবির ট্রেলারের প্রশংসা করতে গিয়ে অ্যাটলির সঙ্গে আসন্ন প্রোজেক্টের জন্য অ্যাসোশিয়েশনের জল্পনায় কার্যত শিলমোহর দিয়ে দিলেন শাহরুখ।
টুইটারে শাহরুখ বিজয় ও পূজা হেগড়ের ছবির ট্রেলার শেয়ার করে লেখেন, ‘অ্যাটলির সঙ্গে বসে রয়েছি। ও বিজয়ের বিরাট ফ্যান, ঠিক যেমন আমি। বিস্টের জন্য অনেক শুভেচ্ছা পুরো টিমকে। ট্রেলার দেখে ফাটাফাটি লাগছে, জমজমাট পুরো’।
জানা যাচ্ছে অ্যাটলির ছবিতে নয়নতারা ও সানিয়া মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। সূত্রের খবর তেলুগু সুপারস্টার রানা দগ্গুবতি এই ছবিতে খলনায়কের চরিত্রে থাকবেন। সূত্রের খবর, এই ছবির ওয়ার্কিং টাইটেল 'লায়ন', ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে 'কিং খান'-কে। বাবা ও ছেলের উভয় চরিত্রেই থাকছেন তিনি। তবে সবটাই এখন জল্পনা, এই প্রোজেক্ট নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।