বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan New Record: বজরঙ্গীর রেকর্ড ভেঙে এগিয়ে গেল পাঠান, বক্সঅফিসে নয়া নজির

Pathaan New Record: বজরঙ্গীর রেকর্ড ভেঙে এগিয়ে গেল পাঠান, বক্সঅফিসে নয়া নজির

বজরঙ্গীর রেকর্ড ভেঙে এগিয়ে গেল পাঠান

Pathaan New Record: এবার বজরঙ্গী ভাইজানের রেকর্ড ভেঙে চুরমার করে দিল শাহরুখ খানের পাঠান। বিশ্বজুড়ে এই ছবির যে মোট আয় ছিল সেটাকে ছাপিয়ে গেল পাঠান। লক্ষ্য এখন ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করা।

ফের নয়া রেকর্ড পাঠানের। বজরঙ্গী ভাইজানের রেকর্ডকে ভাঙচুর করে এগিয়ে গেল পাঠান। বলিউডের বাকি দুই খানের দুই ছবির রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়ল শাহরুখের পাঠান। আমির খানের সিক্রেট সুপারস্টার এবং সলমন খানের বজরঙ্গী ভাইজানের সর্বকালীন আয়কে ছাপিয়ে গেল শাহরুখ খানের পাঠান।

এটি পঞ্চম সব থেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হয়ে উঠল। বিশ্বজুড়ে পাঠানের মোট আয় এখন ৯৪৬ কোটি টাকা। এমনটাই জানিয়েছে যশ রাজ ফিল্মস। পাঠান ছবির আগে এখনও আছে এসএস রাজামৌলির ছবি আরআরআর, বাহুবলী ২: দ্য কনক্লুশন, কেজিএফ চ্যাপ্টার ২ এবং দঙ্গল। উল্লিখিত ছবিগুলোর মধ্যে প্রথম চারটি দক্ষিণী ছবি, একটি কেবল বলিউডের।

পাঠান ছবির গল্প আবর্তিত হয়েছে নাম ভূমিকায় থাকা শাহরুখকে ঘিরে। এখানে তাঁকে একজন র-এর এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর প্রতিপক্ষ হিসেবে জন আব্রাহামকে দেখা গিয়েছে। তাঁর চরিত্রের নাম জিম। তিনি প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান তথা খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন এখানে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন আছেন মুখ্য মহিলা চরিত্র হিসেবে। এছাড়া ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে এই ছবিতে।

সোমবার, ১৩ ফেব্রুয়ারি যশ রাজ ফিল্মসের তরফে টুইট করে জানানো হয় পাঠান সব থেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি হিসেবে রেকর্ড গড়ল। বিশ্বজুড়ে এটি ৯৪৬ কোটি টাকার ব্যবসা করেছে। বর্তমানে এই ছবিটি ভারতে ৫৮৮ কোটি টাকা এবং আন্তর্জাতিক মঞ্চে ৩৫৮ কোটি টাকার ব্যবসা করেছে।

যশ রাজ ফিল্মসের যে স্পাই ইউনিভার্স আছে সেটার চতুর্থ ছবি হল পাঠান। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় এবং ওয়ার মুক্তি পেয়েছে। প্রথম দুটি ছবিতে টাইগারের চরিত্রে সলমনকে এবং ওয়ার ছবিতে কবীরের চরিত্রে হৃতিককে দেখা গিয়েছিল।

বায়োস্কোপ খবর

Latest News

বাংলা থেকেই রাজ্যসভায়, বুদ্ধের পর চলে গেলেন ইয়েচুরি, শূন্যতা বঙ্গ সিপিএমে জুনিয়র ডাক্তারকে হাতপাখা করছেন বৃদ্ধ, বলছেন, 'পাশে আছি, আন্দোলন চালিয়ে যাও' সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা ISSF বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা? কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন ইশান! কী বলছে নেটপাড়া? 'ইটস টাইম ফর কলকাতা, গেট ওয়েল সুন কলকাতা…’ RG-করের প্রতিবাদে গান লিখলেন শ্রুতি টিফিনে বিরিয়ানি, তুমুল ঝগড়া, স্কুল বদলাতে হবে ছাত্রকে, মকুব করা হল বকেয়া ফি দলীপে ব্যাজবল রুতুরাজ-ইশানদের, পরপর দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি বাবা ইন্দ্রজিৎ-এর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.