বাংলা নিউজ > বায়োস্কোপ > Farzi teaser: ওটিটির দুনিয়ায় ডেবিউ, চিত্রশিল্পীর ভূমিকায় শাহিদ, প্রকাশ্যে ‘ফার্জি’র টিজার

Farzi teaser: ওটিটির দুনিয়ায় ডেবিউ, চিত্রশিল্পীর ভূমিকায় শাহিদ, প্রকাশ্যে ‘ফার্জি’র টিজার

প্রকাশ্যে ‘ফার্জি’র টিজার

Farzi teaser: জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন শাহিদ কাপুর। ওটিটির জগতে ডেবিউ করলেন অভিনেতা। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘ফার্জি’। প্রকাশ্যে ছবির টিজার-

ওটিটিতে পা রাখলেন অভিনেতা শাহিদ কাপুর। বুধবার প্রকাশ্যে এসেছে ‘ফার্জি’র টিজার। এই ওটিটি ফিল্ম মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। 

জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন অভিনেতা শাহিদ। ছবিতে চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনেতার মুখে বুলি, ‘শিল্পী তো শিল্পীই হয়’। এরপরই তাঁর ক্যানভাসে ফুটে উঠেছে ছবির নাম ‘ফার্জি’।

আসন্ন এই সিরিজের পরিচালনায় ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালকদ্বয় রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে। অভিনয় করেছেন বিজয় সেতুপতি, কে কে মেনন, কুব্রা সাইত, রেজিনা ক্যাসান্দ্রা, জাকির হুসেন, ভুবন অরোরা, অমল পালেকার এবং রাশি খান্না।

আরও পড়ুন: ‘তোমায় নিয়ে গর্বিত’, ‘পাঠান’ নায়িকা দীপিকাকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা শাহরুখের

বড় পর্দা কাঁপানোর পর এবার ডিজিটাল দুনিয়ায় আত্মপ্রকাশ হতে চলেছে ‘কবীর সিং’ খ্যাত বলিউড অভিনেতা শাহিদ। ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করা নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেতা। ফার্জি-র গল্প লিখেছেন সীতা আর মেনন, সুমন কুমার ও হুসেন দালাল।

ওটিটিতে অভিষেকের বিষয়ে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে পিটিআইকে শাহিদ বলেছিলেন, 'আমরা বড় পর্দার ছবির জন্য যেমন কাজ করি, তার থেকে ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা বেশ কিছুটা আলাদা। আমি স্নায়ুচাপে ভুগছি, তবুও বেশ উত্তেজিত। আমি সবসময়ই এমন কিছু করতে চাই যা আমার কাছে চ্যালেঞ্জিং, ভিন্ন ধরনের কিছু হবে। 'ফর্জি'র গল্পে আমার চরিত্রটা এমনই চ্যালেঞ্জিং মনে হয়েছে। দর্শকেরা কতক্ষণে দেখতে পাবেন, তার অপেক্ষায় রয়েছি আমি'।

 

বন্ধ করুন