বাংলা নিউজ > বায়োস্কোপ > Sheil Sagar: কেকে-র পর ফের অকাল মৃত্যু গানের জগতে, প্রয়াত ২২ বছরের সঙ্গীতশিল্পী

Sheil Sagar: কেকে-র পর ফের অকাল মৃত্যু গানের জগতে, প্রয়াত ২২ বছরের সঙ্গীতশিল্পী

চলে গেলেন সাহিল

জেন ওয়াই-এর মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন শেইল, বুধবার প্রয়াত হয়েছেন দিল্লির মাত্র ২২ বছরের এই গায়ক। মৃত্যুর কারণ অজানা। 

দিল্লি থেকে মুম্বইয়ে গিয়ে স্বপ্নের উড়ান ভরে ছিলেন কৃষ্ণকুমার কুন্নথ। যিনি সঙ্গীতপ্রেমিদের কাছে পরিচিত কেকে নামে। দিল্লির এই ভূমিপুত্রের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ গোটা দেশ। এর মাঝেই এল আরও একটা মন খারাপ করে দেওয়ার খবর। মাত্র ২২ বছরেই নিভে গেল এক উঠতি সঙ্গীতশিল্পীর জীবন। প্রয়াত দিল্লির সঙ্গীতশিল্পী শেইল সাগর (Sheil Sagar)।

বুধবার মৃত্যু হয়েছে শেইলের। তবে কেন বা কীভাবে এই তরুণ গায়কের মৃত্যু তা জানা যায়নি। গত বছরই শেইলের গান ‘ইফ আই ট্রায়িড’ (If I Tried) দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শেইলের বন্ধু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এই ইন্ডিপেনডেন্ট মিউজিক আর্টিস্টের গান ‘ইফ আই ট্রায়িড’ স্পটিফাইতে প্রায় চল্লিশ হাজার বার স্ট্রিম হয়েছে, তা বড় প্রাপ্তি।

নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলে শেইল, ২০২১ সালে তাঁর আরও তিনটে সিঙ্গলস মুক্তি পেয়েছিল, 'বিফোর ইট গোজ','স্টিল','মিস্টার মোবাইল ম্যান লাইভ'।

তাঁর মন মাতানো সুরেলা কন্ঠ, ইংরাজি উচ্চারণ-সঙ্গীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল। শেইলের প্রয়াণে মন খারাপের আবহ। সিধু মুসেওয়ালা, কেকে, পন্ডিত ভজন সোপারির পর এবার এই তরুণ শিল্পী, সঙ্গীত জগতে যেন মৃত্যুমিছিল গত কয়েকদিনে! 

বন্ধ করুন