বাংলা নিউজ > বায়োস্কোপ > Shilpa Shetty-Raj Kundra: ১৩ তম বিবাহবার্ষিকী, ‘কুকি’ রাজ কুন্দ্রাকে ভালোবাসায় মুড়ে দিলেন শিল্পা শেট্টি

Shilpa Shetty-Raj Kundra: ১৩ তম বিবাহবার্ষিকী, ‘কুকি’ রাজ কুন্দ্রাকে ভালোবাসায় মুড়ে দিলেন শিল্পা শেট্টি

শিল্পা-রাজের ১৩ তম বিবাহবার্ষিকী

Shilpa Shetty-Raj Kundra wedding anniversary: বিবাহবার্ষিকীর বিশেষ দিনে নেটমাধ্যমের পাতায় স্বামীকে নিয়ে একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করলেন শিল্পা। কী লিখলেন-

একসঙ্গে ১৩ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। ২২ নভেম্বর তাঁদের ১৩ তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে নেটমাধ্যমের পাতায় স্বামীকে নিয়ে একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করলেন শিল্পা।

এ দিন স্বামী রাজের সঙ্গে কোলাজ করা ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘১৩ বছর হয়ে গেল ‘কুকি’ (স্বামীকে আদরের ডাক)। ধন্যবাদ এই সফরে আমাকে সঙ্গে থাকার জন্য। আমি, তুমি ও আমরা— এতটুকুই দরকার জীবনে। বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা তোমাকে।’

আরও পড়ুন: মন্নতে ‘হিরে’ খচিত নেমপ্লেট কেন বসালেন তিনি ও শাহরুখ, নিজেই খোলসা করলেন গৌরী

শিল্পার বোন শমিতা শেট্টি, নীলম কোঠারি, সোফি চৌধুরী এবং সঞ্জয় কাপুর মন্তব্য বিভাগে এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

২০২১ সালের জুলাই মাস। পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রার। যার জেরে দীর্ঘ ২ মাস জেলে কাটাতে হয় অভিনেত্রীর স্বামীকে। তারপর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একপ্রকার সরিয়েই নিয়েছিলেন। মাসখানেক তো বাড়ির বাইরেই পা রাখেননি। শুধু রাজ কুন্দ্রা নন, এই মামলায় নাম জড়ায় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ার। আপাতত জামিন পেয়ে জেলের বাইরে রয়েছেন রাজ।

জেল থেকে ছাড়া পাওয়ার পর অন্য অবতারে দেখা গিয়েছে রাজকে। সংবাদমাধ্যমের সামনে মুখ দেখাননি তিনি। যত বারই পাপারাজ্জির ক্যামেরায় ধরা দিয়েছেন, মুখ ঢাকা রেখেছেন মাস্কে। যদিও রাজ দাবি করেছেন, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাঁকে ফাঁসিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি চিঠিও দিয়েছেন সিবিআই-কে।

সদ্য এই পর্নকাণ্ডে নতুন তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। কোন কোন হোটেলে চলত এই সব ছবির শ্যুটিং, জানিয়েছে মুম্বই পুলিশের সাইবার শাখা।

বন্ধ করুন