টলিপাড়ায় নিত্য নতুন প্রেমের গুঞ্জন কোনও নতুন ব্যাপার না। যদিও শ্রীমা ভট্টাচার্য আর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের প্রেমের খবর চলছে বেশ কয়েকদিন ধরেই। সোশ্যাল মিডিয়ায় দুজনের লাবিডাবি রিলসও আজকাল বেশ চোখে পড়ে। যা মনও ধরে নেট-নাগরিকদের। সঙ্গে সবার মনে একটাই প্রশ্ন, ‘কবে প্রেম প্রকাশ্যে আনবেন ছোট পরদার দ্যুতি’?
গৌরব রায়চৌধুরীর সঙ্গে একটা সময় খুল্লমখুল্লা প্রেম করেছেন শ্রীমা। ২০২০ সালের মার্চ মাসে গৌরব রায়চৌধুরীর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন। কিন্তু তা বছরঘুরতেই ভেঙে যায়। আর তারপর থেকেই ব্যক্তিগত দিক চাপা রাখার চেষ্টাই করছেন অভিনেত্রী। তবে প্রেমের খবর কি আর চাপা থাকে! ছাই চাপা আগুনের মতো তা ছড়িয়েই পড়ে। দিনকয়েক আগে আলাদা আলাদা দুজনেই ছবি দিয়েছিলেন আন্দামান থেকে।
শ্রীমা-ইন্দ্রনীলের একাধিক ভিডিয়ো দেখা যায় আজকাল সোশ্যালে। সে নিয়ে প্রশ্ন করলে এই সময়কে অভিনেত্রী জানালেন, ‘আমি অনিন্দ্যদা বা রিয়াজের সঙ্গেও রিল আপলোড করি। কিন্তু ইন্দ্রনীলের সঙ্গেই যত কিছু রটনা রটে। নতুন করে এই নিয়ে আর কী বলব জানি না।’ আরও পড়ুন: ‘টিআরপি ঘাড় ধাক্কা খাবে!’, সোনার জন্য নতুন মা আনল সূর্য, অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমোয় রাগ দর্শকের
সঙ্গে জুড়লেন, ‘যদি জল্পনা-কল্পনা সত্যি হয় তাহলে বুঝতে হবে মানুষের প্রেডিকশন সত্যি হচ্ছে। ওই সিরিয়ালের মতো করেই বলব, আরও জানতে চোখ রাখুন শ্রীমার জীবনে। আজকাল এই নিয়ে প্রশ্ন এলে, এই উত্তরই আমি দিয়ে থাকি। আর সব আগে থেকে বলে দিলে তো মজাটাই চলে যাবে।’ আরও পড়ুন: এবার দেবের নায়িকা সৌমিতৃষা! মিঠাই-শেষ হতেই গেলেন বড় পর্দায়, উচ্ছ্বাস ভক্তদের
গত বছরের মাঝামাঝি সময়ে ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে শ্রীমার প্রেমের উড়ো খবর সামনে এসেছিল। মাসখানেক যেতে না যেতেই ছন্দপতন ঘটে সেই সম্পর্কেরও। সামাজিক মাধ্যম থেকেও কনিষ্কের সঙ্গে মাখোমাখো ছবি মুছে দেন নায়িকা, পরস্পরকে ইনস্টায় আনফলো করেনও তাঁরা। সেই সময় বিতর্ক নিয়ে সাফাই দিতে গিয়ে পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন শ্রীমা। জানিয়েছিলেন, তিনি আর কনিষ্ক শুধু বন্ধু!
অন্য দিকে, ইন্দ্রনীলও কিন্তু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শ্রীমা আমার ভালো বন্ধু। আর ভালো বন্ধু মানেই প্রেম করাটা জরুরি নয় নিশ্চয়ই।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)