গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ১৪ ডিসেম্বর তিনি ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবির শুট থেকে ফিরে আসার পরই অসুস্থবোধ করতে শুরু করেন। তখনই তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সেদিন রাতেই শ্রেয়সের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অভিনেতাকে ভর্তি রাখা হয় আইসিইউতে। তবে তাঁর স্ত্রী শুক্রবার জানিয়েছিলেন যে অভিনেতা এখন স্টেবল আছে। শনিবার তাঁর বাড়ির লোকের তরফে আরও বড় আপডেট মিলল শ্রেয়সের।
কেমন আছেন শ্রেয়স তালপাড়ে
শ্রেয়সের বাড়ির তরফে এক ব্যক্তি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন অভিনেতা এখন আগের থেকে ভালো আছেন। পরিবারের লোককে দেখে এদিন হেসেছেনও অভিনেতা। তাঁর আত্মীয়ের কথায়, ‘ও এখন অনেকটাই ঠিক আছে। সার্জারিও ভালো ভাবে মিটে গেছে। দ্রুত সুস্থ হয়ে উঠছে শ্রেয়স। আজ (শনিবার) সকালে সবাইকে দেখেছে, হেসেওছে। আশা করছি শীঘ্রই কথা বলতেও শুরু করবে ও।’
আরও পড়ুন: ১০ মিনিটের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল শ্রেয়সের! তারপর কী ঘটে? কী জানালেন ববি দেওল?
শুক্রবার স্বামীর স্বাস্থ্যের বিষয়ে আপডেট দিয়ে শ্রেয়স তালপাড়ে স্ত্রী দীপ্তি ইনস্টাগ্রামে লেখেন 'হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল টিমের অসম্ভব যত্ন এবং ওকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ও যেহেতু এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাই চাইব এই সময়টা আমাদের যেন আমাদের মতো থাকতে দেওয়া হয়। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের দুজনের শক্তি।'
এদিন অ্যানিম্যাল খ্যাত অভিনেতা এবম শ্রেয়সের বন্ধু ববি দেওল জানান অভিনেতার হার্ট অ্যাটাকের পর নাকি প্রায় দশ মিনিট হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। তাঁর কথায়, ‘আমি ওর বউয়ের সঙ্গে সবেই কথা বললাম। ও ভীষণই মন খারাপ করে ছিল। প্রায় দশ মিনিটের জন্য ওর হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। এখন ও ঠিক আছে। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আমি আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’