বাংলা নিউজ > বায়োস্কোপ > Shruti-Nandita: ‘আমার কালো সুন্দরী’! আমার বস সিনেমার স্ক্রিপ্টের উপরে শ্রুতির জন্য বিশেষ বার্তা নন্দিতার

Shruti-Nandita: ‘আমার কালো সুন্দরী’! আমার বস সিনেমার স্ক্রিপ্টের উপরে শ্রুতির জন্য বিশেষ বার্তা নন্দিতার

শ্রুতির জন্য বিশেষ বার্তা নন্দিতার। 

শুক্রবার থেকে শুরু হয়েছে আমার বস সিনেমার শ্যুট। এই ছবিতে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়দের সঙ্গে কাজ করছেন শ্রুতিও। সেই খবরে বেশ খুশি অভিনেত্রীর ভক্তরা। 

‘রাঙা বউ’ ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই বড় পর্দায় কাজের সুযোগ পেলেন টিভির জনপ্রিয় মুখ শ্রুতি দাস। শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। সে কথা ইতিমধ্যেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। হাতে পেয়ে গিয়েছেন স্ক্রিপ্টও। চলছে চরিত্রেরই প্রস্তুতি।

৫ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে আমার বস সিনেমার শ্যুট। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রুতিকে। অনেক বছর পর বাংলা সিনেমায় কাজ করছেন রাখি। ২০১৯ সালে নির্বাণ ছবিতে শেষ তাঁকে দেখা গিয়েছে বাংলা ছবিতে। আর ২০২৪ সালে ফিরলেন শিবপ্রসাদ-নন্দিতা জুটির হাত ধরে। গরমের ছুটিতে আমার বস মুক্তি পেতে পারে। যদিও গল্প কেমন হবে তা নিয়ে কিছুই জানাননি এখনও নির্মাতারা। তবে তাতে কি, এই জুটির সিনেমা নিয়ে বারবারই আলাদা উন্মাদনা থাকে দর্শকের। এবারেও তাই।

ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের একাধিক অভিনেত্রী জায়গা করে নিয়েছেন সিনেমার পর্দায়। সেই তালিকায় মিমি-ঋতাভরীরা তো ছিলেনই, সদ্য যোগ হয়েছেন সৌমিতৃষা, দেবচন্দ্রিমারা। প্রথম সিনেমার স্ক্রিপ্টের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে ক্ল্যাপবোর্ড নিয়েও একটি ছবি।

দেখা গেল, স্ক্রিপ্টের উপর গোটা গোটা করে শ্রুতির জন্য বার্তা রেখেছেন নন্দিতা। তাতে লেখা, ‘আমার কালো সুন্দরী, আমায় জয়ী ঘোড়া। তোমাকে আমার সিনেমায় পেয়ে উত্তেজিত। – ভালোবাসা, নন্দিতা রায়।’ তারিখে লেখা আছে ৫ জানুয়ারি।

স্ক্রিপ্টের নীচে লেখা গল্প ও চিত্রনাট্য নন্দিতার, আর ডায়লগ শিবপ্রসাদের। চরিত্রের নামটি আঙুল চাপা দিয়ে আড়াল করে রেখেছেন শ্রুতি।

শ্রুতিকে শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীরা। একজন কমেন্টে লিখলেন, ‘অনেক শুভকামনা। দেখতে যাব তোমাকে সিনেমা হলে।’ আরেকজন লিখলেন, ‘তুমি একজন সুইটহার্ট। অনেক উন্নতি করো।’

অভিনয়ে পা রাখার পর থেকে নানা ধরনের ট্রোলের মুখে পড়তে হয়েছে শ্রুতিকে। গায়ের রং নিয়ে ট্রোল করতে ছাড়েনি নেটনাগরিকদের একাংশ। অনলাইন ট্রোলাররা এমন পরিস্থিতি তৈরি করেছিল যে, সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছিলেন শ্রুতি দেশের মাটির শ্যুটিং করার সময়। একইসঙ্গে টিভি সিরিয়ালের পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্ক জড়ানো নিয়ে বিরূপ মন্তব্য করে ট্রোলাররা। ‘বয়সে বড়’ পরিচালককে কাজ পাওয়ার জন্য বিয়ে করছেন বলেও পড়তে থাকে মন্তব্য। যদিও নিন্দকদের মুখে ঝামা ঘষে ২০২৩-এই দুজনে করে নিয়েছেন আইনি বিয়ে। ২০২৫ সাল নাগাদ হয়তো সামাজিক বিয়েটাও করে ফেলবেন। 

বায়োস্কোপ খবর

Latest News

প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে পিতৃপক্ষের সময় এভাবে করুন তুলসী দিয়ে বিশেষ ব্যবস্থা, পাবেন পূর্ণ ফল ধসে পড়ে যাবে জেনেও, পাহাড়ের উপরে ৩.৩ কোটি টাকার বাড়ি কিনলেন 'শৌখিন' ব্যক্তি মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.