বড় পর্দায় পা রাখতে চলেছেন শ্রুতি দাস। তাও আবার নন্দিতা-শিবপ্রসাদ জুটির হাত ধরে। কদিন আগেই অভিনেত্রী শেষ করেছেন রাঙা বউ ধারাবাহিকের কাজ। আর তার দিনকয়েক যেতে না যেতেই অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে নিলেন শ্রুতি।
শিবপ্রসাদ-নন্দিতার ‘আমার বস’-এ গুরুতবপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। বুধবারই এই ছবির শ্যুটংয়ে কলকাতায় পা রেখেছেন বলিউডের নামজাদা মুখ, বর্ষীয়ান অভিছনেত্রী রাখি গুলজার। এই ছবিতে অভিনয় করার কথা রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও। দেখা যাবে শিবপ্রসাদকে। এবার তারকা তালিকায় নাম জুড়ল শ্রুতি দাসের।
রাঙা বউ শেষ হওয়ার সপ্তাহখানেক যেতে না যেতেই উইন্ডোজ থেকে ডেকে পাঠানো হয়েছিল শ্রুতিকে। অডিশনও দিতে হয়নি। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, তাঁর আগের কাজ দেখেই তাঁকে ডাকা হয়েছে। তবে দুটি ওয়ার্কশপ হয়েছে।
এইসময়কে শ্রুতি জানালেন, ‘মোট তিনটি সিরিয়ালে কাজের পরই এত নামজাদা প্রোডাকশন হাউজের তরফে এত ভালো একটা চরিত্রের জন্য অফার পেলাম। ভীষণ আনন্দ হচ্ছে। বড় পর্দায় প্রথম কাজ করার একটা ভীতি তো মনে রয়েইছে। তবে ওঁরা দুজন আমাকে মন খুলে স্বাধীনভাবে কাজ করতে বলেছেন। যেখানে প্রয়োজন হবে ওঁরা পথ দেখাবেন।’
বউয়ের এই নতুন সফরে খুশি স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারও। ছোট পর্দার পরিচালক-প্রযোজন স্বর্ণেন্দুু। একাধিক সফল, হাই টিআরপি-র ধারাবাহিকের নেপথ্যে রয়েছেন তিনিই। স্বর্ণেন্দুর সঙ্গেই ‘ত্রিনয়নী’ আর ‘রাঙা বউ’-তে কাজ শ্রুতির। সাক্ষাৎকারে জানালেন, ‘উইন্ডোজ থেকে প্রথম যেদিন ডেকে পাঠাল, আমাকে স্বর্ণেন্দুই নিয়ে গিয়েছিল। বাইরে দু ঘণ্টা অপেক্ষাও করে। এত বড় মানুষ হয়েও ওর মধ্যে কোনও ইগো কাজ করেনি। আমার সঙ্গে শ্যুটিংয়েও যেতে চেয়েছিল। একজন স্ত্রী হিসেবে স্বামীর থেকে এর চেয়ে বড় পাওনা আর কী বা হতে পারে।’
একসময় গায়ের রং নিয়ে কম কথা শুনতে হয়নি শ্রুতিকে। এমনকী, একাধিক প্রোজেক্ট থেকে বাদ গিয়েছিলেন শ্যামলা রং-এর জন্য। সেই কথা নিজেই শুনিয়েছিলেন তিনি জোশ টকসে। এমনকী, অনেকে তো এই বলেও ফিরিয়ে দিয়েছিলেন, ‘নায়িকাসুলভ চেহারা’টাই নাকি নেই শ্রুতির। তবে বারবার প্রমাণ করেছেন নিজেকে অভিনয় দিয়ে। তাঁর শেষ ধারাবাহিক রাঙা বউ-ও টানা জায়গা ধরে রেখেছিল টিআরপি-র সেরা দশে।
জানা যাচ্ছে, আমার বস সিনেমাটিতে রাখি গুলজার আর শিবপ্রসাদের সঙ্গে বেশ কিছু দৃশ্য রয়েছে শ্রুতির। কেরিয়ারে প্রথম সিনেমাতেই এত বড় ব্রেক পেয়ে তিনি অভিভূত।