শুক্রবার দুবাইতে ‘সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস’ (SIIMA)-এ তারকাদের ছড়াছড়ি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই উড়ে গিয়েছেন একাধিক তারকা। তাঁদের মধ্যে ছিলেন RRR-এর জুনিয়ার এনটিআর, বাহুবলি-এর রানা দাগ্গুবতি, কান্তারা-এর ঋষভ শেট্টি, ম্রুণাল ঠাকুর এবং শ্রুতি হাসানরা।
তেলুগু এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরও অনেক তারকা এই ইভেন্টে অংশ নিয়েছিলেন। এ দিন বিজয়ীদের মধ্যে বেশ কিছু প্রত্যাশিত নাম এবং কিছু চমক ছিল। আরও পড়ুন: কখনও থাই স্লিট পোশাক কখনও ফ্লোরাল শাড়ি, স্টাইলে একের পর এক চমক করিনার
SIIMA ২০২৩-এ কালো পোশাকে যেসব পুরুষ তরকারা
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রামচরণ, জুনিয়র এনটিআর লাল গালিচায় হেঁটেছিলেন এবং RRR-এর জন্য সেরা অভিনেতা হিসেবে (তেলুগু) পুরস্কার পান। এসএস রাজামৌলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিন্তু জুনিয়র এনটিআর এবং আল্লু অরবিন্দ তাঁর হয়ে RRR-এর জন্য সেরা পরিচালক (তেলুগু) পুরস্কার নিয়েছিন।
অ্যাওয়ার্ড শোয়ে কালো স্যুট এবং একটি কালো টুপি ছিমছাম পোশাকে হাজির হন রানা দাগ্গুবতি। ‘ভীমলা নায়ক’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পার্শ্ব চরিত্রে (তেলুগু) সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান।
ঋষভ শেট্টি একটি কালো ডিজাইনার বাঁধগালা স্যুটে লাল গালিচায় হেঁটেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রগতি শেট্টি, যিনি ক্রিম রঙের পোশাক পরেছিলেন। কান্তারার জন্য প্রধান ভূমিকায় সেরা অভিনেতা-সমালোচক (কন্নড়) পুরস্কার পান ঋষভ শেট্টি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করার পাশাপাশি এটি পরিচালনা করেছিলেন তিনি। ঋষভকে কান্তারার জন্য বিশেষ প্রশংসা পুরস্কার-পাথব্রেকিং স্টোরি (কন্নড়) দিয়েও সম্মানিত করা হয়।
অন্যরা SIIMA রেড কার্পেটে
ঝলমলে গোলাপি গাউন পরে অনুষ্ঠান যোগ দিয়েছিলেন ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামম’ ছবিতে প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রী-সমালোচক (তেলুগু) পুরস্কার পান। ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী হিসেবেও পুরস্কার পান। ছবিতে প্রধান ভূমিকায় সেরা অভিনেতা-সমালোচক (তেলুগু) পুরস্কার পান দুলকার সলমন।
কালো শার্টের সঙ্গে সাদা স্যুট পরেছিলেন আদিভি শেশ। ‘মেজর’ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা-সমালোচক (তেলুগু) পুরস্কার পান। শ্রুতি হাসান একটি দুর্দান্ত কালো গাউন পরে লাল গালিচায় হেঁটেছিলেন এবং অনুষ্ঠানে ফ্যাশন ইয়ুথ আইকন পুরস্কারে সম্মানিত হন।
কালো এবং গোলাপি গাউনে ফ্য়াশনেবল শ্রীলীলা, ‘ধামাকা’-র জন্য সেরা অভিনেত্রী হিসেবে (তেলেগু) পুরস্কার পান। লাল গালিচায় অংশ নেন লক্ষ্মী মাঞ্চু। রুপোলি শাড়িতে খুব স্টাইলিশ দেখাচ্ছিল তাঁকে।