Abhijeet Bhattacharya's son wedding : গায়ক অভিজিতের ছেলের বিয়ে, ‘আমার স্ত্রী, বিবি, মা, তোমায় স্বাগত’, লিখলেন ধ্রুব..
Updated: 19 Feb 2023, 09:54 AM ISTছেলের বিয়ের সঙ্গীতে গান গেয়ে আসর জমিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। স্ত্রী ময়ূখীর সঙ্গে ছবি পোস্ট করে ধ্রুব ভট্টাচার্য লিখেছেন, ‘অবশেষে তুমি আমার, আইন, রীতি মেনে তুমি আমার। তুমি জখন তোমায় ঘিরে থাকা মানুষগুলিকে নিয়ে আমার পথে পা বাড়িয়েছিলে সমস্ত বিশ্ব বদলে গিয়েছিল, আর আমি পাগলের মতো চোখে জল নিয়ে হাসছিলাম।'
পরবর্তী ফটো গ্যালারি