বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলের মা হলেন জনপ্রিয় গায়িকা, সোশ্যালে শুভেচ্ছার বন্যা

মা হলেন পঞ্জাবি গায়িকা হর্ষদীপ কৌর। ‘জালিমা’ খ্যাত এই গায়িকা এবং তাঁর স্বামী মনকিত সিংয়ের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর একটি ছবি পোস্ট করে হর্ষদীপ লেখেন, ‘ইসট  আ বয়…. রোমাঞ্চকর যাত্রা শুরু হল’।  ২রা মার্চ, মঙ্গলবার সন্তানের জন্ম দিয়েছেন হর্ষদীপ। 

সোশ্যাল মিডিয়ায় নতুন মা'কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আরমা মালিক, নীাতি মোহনরা। খুদেকে আদরে ভরিয়ে দিতে তৈরি সকলে।

ছেলের জন্মের দিন কয়েক আগেই ইনস্টায় একটি মজাদার পোস্ট করেছিলেন হর্ষদীপ। মেটারনিটি ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘রাতের পর রাত জাগার আগে একটু ঘুমানোর প্রস্তুতি’। সেই ছবিতে হর্ষদীপ ও তাঁর স্বামীকে নাইট স্যুটে দেখা গিয়েছিল। 

দিন কয়েক আগে নিজের সাধ ভক্ষণ অনুষ্ঠানে একাধিক ছবি পোস্ট করেছিলেন হর্ষদীপ। নীতি মোহন বান্ধবীর জন্য এই সারপ্রাইজ বেবি সাওয়ার-এর আয়োজন করেছিলেন। একটি রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন হর্ষদীপ। এরপর মিউজিক ইন্ডাস্ট্রিতে দেড় দশক পার করে ফেলেছেন গায়িকা। ছয় বছর আগে, ২০১৫ সালে ছোটবেলার বন্ধু মনকিতের সঙ্গে শিখ রীতি মেনে বিয়ের পর্ব সেরেছেন হর্ষদীপ। সাম্প্রতিক সময়ে রাজি ছবির ‘দিলবারো’ গানটি গেয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন এই গায়িকা।

 

 

 

বন্ধ করুন