টেলিভিশনের জনপ্রিয় দম্পতি অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। রিয়ালিটি টিভি শো 'স্মার্ট জোড়ি'-এর অংশ ভিকি-অঙ্কিতা। পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কোনও ফাঁক রাখেন না এই দম্পতি। সম্প্রতি দূরত্বে থেকে সম্পর্ক টিকিয়ে রাখা এবং অনুভূতির কথা প্রকাশ করেছেন। কাজের জন্য ভিকি বিলাসপুরে থাকলে, অঙ্কিতা তাঁকে বড্ড মিস করেন বলে জানিয়েছেন।
লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে কথা বললেন অঙ্কিতা
TOI-এর একটি প্রতিবেদন অনুসারে, অঙ্কিতা লোখান্ডে বলেছেন, ‘সত্যি বলতে, এই দীর্ঘ দূরত্বের সম্পর্ক সবার জন্য নয়। আমরা সদ্য বিয়ে করেছি, তবে এর আগে আমরা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলাম। ভিকি বিলাসপুরে থাকে, প্রথমে ভালোই মনে হয়েছিল... ও আমার কাছে কিছুক্ষণের জন্য আসতো এবং তারপর ফিরে যেত। কিন্তু বিয়ের পর থেকে এই দূরত্বের সম্পর্কটা একটু কঠিন হয়ে উঠেছে।’
‘ঘুমানোর সময় স্বামী যেন সঙ্গে থাকে’
অঙ্কিতা লোখান্ড বলেন, ‘রোজ এমন কিছু মুহূর্ত আছে যখন আমি ওকে পাশে চাই। আমি যখন রাতে ঘুমোতে যাই, আমার স্বামী যেন আমার সঙ্গে থাকে। আমি শুধু তার কাঁধে মাথা রেখে ঘুমাতে চাই। এটা এখন আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। তাই না? এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এমন বন্ধন থাকা উচিত।’ অঙ্কিতা এই সাক্ষাত্কারে বলেছিলেন, যে তিনি সবসময় কেরিয়ার সচেতন ছিলেন তবে একই সঙ্গে তিনি একজন ভালো স্বামীও চান।
অঙ্কিতা জানিয়েছেন, ‘আমি জীবনে সব চাই’
অঙ্কিতা বলেন, ‘আমি এমন একজন মানুষ ছিলাম যার জীবনে সবকিছুর প্রয়োজন ছিল, সেটা আমার কেরিয়ার হোক বা আমার স্বামী। আমি সম্মানীয় কাজ করতে চাই, পাশাপাশি আমার একজন গুণী সঙ্গীও চাই। আমি সবসময় এমন একজন স্বামী চেয়েছিলাম, যে আমাকে নিঃশর্ত ভালোবাসবে।’