বাংলায় দুজন পরিচালক নিয়মিত, মন প্রাণ দিয়ে রহস্য, থ্রিলার এবং গোয়েন্দা ছবি নিয়ে কাজ করে যাচ্ছেন। আর তাঁরা হলেন সৃজিত মুখোপাধ্যায় এবং অরিন্দম শীল। এঁদের মধ্যে ইতিমধ্যেই সৃজিতের হাত ধরে বড় পর্দা এবং ওটিটিতে সত্যজিৎ রায়ের ফেলুদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী এসেছে। আর কদিন পরেই তিনি নিয়ে আসছেন ফেলুদা সিরিজের নতুন কাজ, ভূস্বর্গ ভয়ঙ্কর। আর তার মাঝেই শোনা গেল নতুন খবর। আরও এক গোয়েন্দা চরিত্র বিদ্যুৎলতা বটব্যালকে তিনি পর্দায় নিয়ে আসতে চলেছেন।
অরিন্দম নয়, সৃজিতের হাত ধরে আসবে বিদ্যুৎলতা বটব্যাল
অধীশা সরকারের লেখা বা তৈরি করা চরিত্র হল এই বিদ্যুৎলতা বটব্যাল। এই মেয়েটি আদতে একজন হ্যাকার। থাকে কলকাতার বিখ্যাত যৌনপল্লী সোনাগাছিতে। সে একাধিক অপরাধের মীমাংসা করে অতি দ্রুততা এবং তীক্ষ্ণতার সঙ্গে। সাহায্য করে পুলিশদের। এ হেন চরিত্র এবার আসছে পর্দায়।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও আমিরের নাম ভাঙিয়ে সুবিধে নেন কিরণ! বললেন, 'আমি নির্লজ্জ ভাবেই...'
আগে জানা গিয়েছিল ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজিত এই সিরিজটির পরিচালনা করবেন মিতিন মাসি খ্যাত পরিচালক অরিন্দম শীল। মুক্তি পাবে একটি জনপ্রিয় ওটিটি মাধ্যমে। তবে এবার জানা গিয়েছে অরিন্দম নন বরং সৃজিত পরিচালনা করবেন এই সিরিজের।
বিদ্যুৎলতা বটব্যাল সিরিজ প্রসঙ্গে
একই সঙ্গে এই বিষয়ে বলে রাখা ভালো, বিদ্যুৎলতা বটব্যালের চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। তিনি এখন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। সদ্যই তাঁর সাদা রঙের পৃথিবী ছবিটি মুক্তি পেয়েছে। আগামীতে তাঁকে বাবলি, আমার বস, ইত্যাদি ছবিতে দেখা যাবে। এছাড়া এই বিদ্যুৎলতা বটব্যালকে নিয়ে তৈরি হওয়া সিরিজে সৌরসেনী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী।
আরও পড়ুন: বাবলি শেষ হতে না হতেই প্রকাশ্যে রাজের নতুন কাজের খবর! এবার মিঠুনের ছবিতে শুভশ্রী
তবে এসব আগে ঘোষণা করা হয়েছিল। এখন সৃজিত মুখোপাধ্যায় নতুন করে এই সিরিজের দায়িত্ব নিয়েছেন। ফলে কাস্টিংয়ে কোনও বদল আসবে কিনা সেটা সময়ই বলবে। আপাতত সৃজিত মুখোপাধ্যায় তাঁর আগামী সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্কর নিয়ে ব্যস্ত। সেটার শ্যুটিং শেষ হলে তিনি হাত দেবেন এই বিদ্যুৎলতা বটব্যালের কাজে।
তবে এই বিষয়ে এখনও প্রযোজনা সংস্থা বা পরিচালক কারও তরফেই কিছু নিশ্চিত করে জানানো হয়নি। এই জল্পনা কতটা সত্যি সেটা সময়ই উত্তর দেবে। তবে অরিন্দম শীল জানিয়েছেন, 'আমি এসব বিষয়ে কিছুই জানি না।'