শোলাঙ্কি রায় যাদবপুরের ছাত্রী। তিনি এখান থেকেই মাস্টার্স পাশ করেছেন। আর এখানে পড়ার সময় তিনি চুটিয়ে ছাত্র রাজনীতি করেছেন। কিন্তু এখন সেই বিষয়ে তাঁর কী মত? আগামীতে কি আসবেন রাজনীতিতে?
রাজনীতি নিয়ে কী বললেন শোলাঙ্কি?
এদিন শোলাঙ্কি নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তিনি আদ্যোপান্ত একটু রাজনৈতিক পরিবারের মেয়ে। তাঁর কথা অনুযায়ী, ' আমি গোটা পরিবার রাজনৈতিক। তবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তাঁদের নিজেদের মতামত আছে। চর্চার মধ্যে থাকে। আমার বাবা তো একটা সময় দারুণ ভাবে ছাত্র রাজনীতি করতেন। তখনও এসএফআই হয়নি। সবে সিপিআইএমের স্টুডেন্ট উইং তৈরি হয়েছে আর কী। ফলে আমি ওই পরিবেশে বড় হয়েছি। এছাড়া নিজেও একটা সময় ভীষণ রাজনীতি করেছি। মন প্রাণ দিয়ে এসএফআই করতাম।'
আরও পড়ুন: 'এটা মোহনলালের, অজয়ের নয়', দৃশ্যমের রিমেক ঘোষণা হলিউডের, তারপরই উসকে গেল বিতর্ক, কেন?
এখন রাজনীতি নিয়ে কী ভাবেন সেটা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, 'আসতে আসতে অনেক জিনিস বুঝেছি। রাজনীতি নিয়ে ধারণা পাল্টেছে। আমি অরাজনৈতিক বলব না। আমি আদ্যোপান্ত পলিটিক্যাল একজন মানুষ। তবে এটা বলব আসলে সবটাই রাজনীতি নির্ধারণ করে।'
আরও পড়ুন: 'প্রযোজকের সঙ্গে শুলে...' নায়িকা হওয়ার টোপ দিয়ে অঙ্কিতাকে কুপ্রস্তাব! তারপর?
নিজে রাজনীতিতে আসবেন শোলাঙ্কি?
যে মানুষটা রাজনীতি এত ভালোবাসেন তিনি কি নিজেও আগামীতে রাজনীতিতে আসবেন যেমনটা বাংলার অনেক তারকারাই করে থাকেন? সেই বিষয়ে শোলাঙ্কি জানান, 'যেহেতু রাজনীতিটা করেছি সেই জন্যই আসব না। আমি জানি বিষয়টা। তবে এটা বলব মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয় না। কোনও রাজনৈতিক ছাতার দরকার হয় না। সোনু সুদ যখন কাজ করেছিলেন করোনার সময় তখন তাঁরও লাগেনি। আর রাজনীতিটা একটা ফুল টাইম কাজ। অভিনয়ের পাশাপাশি এটা হয় না। যাঁরা পারেন তাঁরা দক্ষ। আমি নই।'