দেশের বিভিন্ন প্রান্তে মেট্রোর কত ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মেট্রোর মধ্যে নাচ, ছবি তোলা, যুগলের চুম্বনের ঘটনা। সেগুলো আবার ভাইরাল হতেও বেশি সময় নেয় না। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়োয় দাবি করা হয়েছে, কলকাতা মেট্রোয় গিটার বাজিয়ে জমিয়ে গান বাজনা করছেন একদল তরুণ-তরুণী। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে মেট্রোয় ওরকম কোনও ঘটনা ঘটেনি।
কলকাতা মেট্রোয় জ্যামিং সেশন?
বন্ধুর বাড়ির আড্ডা, নন্দন-লেকের পাড়ে, কোনও মাঠে বা ইতিউতি অনেক জায়গাতেই অনেককে গিটার বাজিয়ে জ্যামিং করতে দেখা যায়। গানে-গানে আড্ডা জমেও ভালো। আর এবার একটি ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয় যে একদল তরুণ তরুণী গিটার নিয়ে উঠে পড়েন মেট্রোয়। তারপর চলে একটার পর একটা গান। যোগ দেন যাত্রীরাও।
ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে যে তাঁরা সকলে মিলে অনুপম রায়ের একটি গান গাইছেন। অটোগ্রাফ ছবির বেঁচে থাকা গানটি তাঁরা সকলে গাইছেন। এটি আদতে রূপম ইসলামের গাওয়া। ফেসবুকের একটি পেজের তরফে এই ভিডিয়ো শেয়ার করা হয়। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এরকম কোনও ঘটনা ঘটেনি মেট্রোয়। বিষয়টি নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি বলেও দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুট-শাড়ি পরা এই খুদে
আরও পড়ুন: সহনাগরিকদের আনন্দ দিতে সিগন্যালে গান গাইছেন ১ অটোচালক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
কিছুদিন আগে পুজোর ঠিক মুখেও কলকাতা মেট্রোর আরও একটা ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে একটি ছোট্ট মেয়েকে দুর্গা সেজে ঘুরে বেড়াতে দেখা যায় মেট্রোর কামরায়। শাড়ি ওড়না পরে আর মিষ্টি হাসি দিয়ে সকলের মন জিতে নেয় সে।