বাংলা নিউজ > বায়োস্কোপ > Usha Uthup: 'হে ঈশ্বর, আপনি এখনো গান গাইছেন?’ লোকজন আমাকে এমনও বলেন: ঊষা উত্থুপ

Usha Uthup: 'হে ঈশ্বর, আপনি এখনো গান গাইছেন?’ লোকজন আমাকে এমনও বলেন: ঊষা উত্থুপ

ঊষা উত্থুপ

হিন্দুস্তান টাইমসের অ্যাওয়ার্ড মঞ্চে উঠে ঊষা বলেন, ‘আমাকে দেখে কেউ কেউ বলেন, হে ঈশ্বর, তুমি এখনো গান গাইছ?’ ঊষা উত্থুপ বলেন, ‘আমি সঙ্গে সঙ্গেই উত্তরে বলি, আপনি কী বলতে চাইছেন। আমি তো গানের জন্যই এসেছি। গানের জন্যই বাঁচি। গান ছাড়া আমি তো কিছুই নই। আসলে গান ছাড়া আমি কোথাও জেতেও চাই না।’

হিন্দুস্তান টাইমসের তরফে উইমেন স্লেস অ্যাওয়ার্ডের তরফে সম্মানিত হয়েছেন ঊষা ঊষা উত্থুপ। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে উইমেন স্লেস লেজেন্ড অ্যাওয়ার্ড। এইচ টি হেলথ শটসের তরফে নারীত্বের সম্মানে সম্মানিত করা হয়েছে ঊষাকে। মঞ্চে পুরস্কার নেওয়ার পর নিজের সঙ্গীত কেরিয়ার নিয়ে নানান কথা বলেন।

ঊষা উত্থুপের বয়স ৭৫, এই বয়সে এসেও এখনও চুটিয়ে পারফর্ম করে চলেছেন সঙ্গীতশিল্পী। হিন্দুস্তান টাইমসের অ্যাওয়ার্ড মঞ্চে উঠে ঊষা বলেন, ‘আমাকে দেখে কেউ কেউ বলেন, হে ঈশ্বর, আপনি এখনো গান গাইছেন?’ ঊষা উত্থুপ বলেন, ‘আমি সঙ্গে সঙ্গেই উত্তরে বলি, আপনি কী বলতে চাইছেন। আমি তো গানের জন্যই এসেছি। গানের জন্যই বাঁচি। গান ছাড়া আমি তো কিছুই নই। আসলে গান ছাড়া আমি কোথাও জেতেও চাই না।’

আরও পড়ুন-ভোলেনাথকে নিয়ে গানে অশ্লীল শব্দ! চাপের মুখে ক্ষমা চাইলেন র‍্যাপার বাদশা

আরও পড়ুন-'সিটাডেল'-এ রিচার্ড ম্যাডেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিং, মুখ খুললেন প্রিয়াঙ্কা

নতুন দিল্লিতে আয়োজিত হিন্দুস্তান টাইমসের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে ‘৭ খুন মাফ’ ছবি থেকে 'ডার্লিং আঁখো সে আঁখে চার করনে দো' গানটি গেয়ে শোনান ঊষা উত্থুপ।

প্রসঙ্গত, একসময় নাইটক্লাবে গান গেয়ে নিজের সঙ্গীত জীবন শুরু করেছিলেন ঊষা উত্থুপ। চেন্নাই, কলকাতা, মুম্বইয়ের একাধিক নাইট ক্লাবে চুটিয়ে পারফর্ম করেছেন ঊষা। পরবর্তী সময়ে হিন্দি ও বাংলা ছবিতে প্লে-ব্যাক সিঙ্গার হিসাবেও কাজ শুরু করেন। রাহুল দেব বর্মন থেকে শুরু করে বাপ্পী লাহিড়ি, ইলায়্যারাজা, শঙ্কর-এহসান-লয়, প্রীতম, যতীন ললিত, বিশাল শেখর জিৎ গঙ্গোপাধ্যায় সহ বহু নামী সুরকারের সুরেই গান গেয়েছেন ঊষা। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় সহ কমবেশি সবভাষাতেই গান গেয়েছেন। বর্তমানে কলকাতাতেই থাকেন ঊষা উত্থুপ। গানের জন্য 'পদ্মশ্রী'ও পেয়েছেন ঊষা উত্থুপ।

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন