২০০৮ সালে মুক্তি পেয়েছিল হৃতিক রোশন, ঐশ্বর্য রাই অভিনীত যোধা আকবর। দারুণ জনপ্রিয় হয়েছিল ছবিটি। আর এই ছবিটি এই বছর দেখতে দেখতে ২৩ বছর পার করে ফেলল। সেই বিষয়ে স্মৃতিচারণ করলেন অভিনেতা সোনু সুদ। এখানে তাঁকে যোধার ভাই, রাজকুমার সুজামলের চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটির পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর।
ছবির বিষয় স্মৃতিচারণ করতে গিয়ে মায়ের কথা মনে করলেন অভিনেতা। তিনি বলেন, 'আমি গোটা শ্যুট জুড়ে দারুণ মজা করেছিলাম। ঐতিহাসিক ছবি আমাকে একটা আলাদা আনন্দ দেয়। আমার মা ইতিহাসের অধ্যাপিকা ছিলেন। তিনি সবসময় চাইতেন যাতে আমি এই ধরনের ছবি করি। আর সেই কারণেই আমি যোধা আকবর ছবিতে হ্যাঁ বলেছিলাম।'
একই সঙ্গে সোনু জানান এই ছবির শ্যুটিং চলাকালীন তাঁর মা তাঁকে ভীষণ সাহায্য করেছিলেন। এই ৪৯ বছর বয়সী অভিনেতা বলেন, ' উনি আমাকে এই চরিত্রটির জন্য দারুণ সাহায্য করেছিলেন। আমাকে গাইড করেছিলেন। স্ক্রিপ্ট নিয়েও অনেক পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ছবিটা দেখে যেতে পারেননি। ছবিটা মুক্তি পাওয়ার মাত্র ৪ মাস আগেই উনি চলে যান। এরপর আমি যখন প্রিমিয়ার দেখতে গিয়েছিলাম আমি অনুভব করেছিলাম মা আমার পাশেই আছে।'
কিন্তু যোধা আকবর কেন এতটা বিশেষ তাঁর জীবনে? কারণ তাঁর মা তাঁর সঙ্গে এই ছবির সেটেই শেষবার গিয়েছিলেন। গোটা ছবিটাই তাঁর জীবনের অনেক কিছু পাল্টে দিয়েছিল। তাই এটা এতটা বিশেষ তাঁর জন্য। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, আজও, ১৫ বছর পরেও আবেগপ্রবণ হয়ে পড়েন সোনু। তিনি বলেন, 'এই ছবিটা আমাকে আমার মায়ের কথা মনে করায়। মা আমার সঙ্গে এই ছবির সেটে গিয়েছিল। আর সেই কারণেই এটা আমার কাছে এতটা বিশেষ। এটা শেষ ছবি যার সেটে মা গিয়েছিল। মা আমায় বলেছিল এই ছবি আমার গোটা জীবন বদলে দেবে।'