বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonu Sood on his mother: 'মা দেখে যেতে পারল না', যোধা আকবরের ১৫ বছর, মন খারাপ করা স্মৃতিচারণ সোনুর

Sonu Sood on his mother: 'মা দেখে যেতে পারল না', যোধা আকবরের ১৫ বছর, মন খারাপ করা স্মৃতিচারণ সোনুর

যোধা আকবরের ১৫ বছর, স্মৃতিচারণে ইমোশনাল হলেন সোনু

Sonu Sood on his mother: যোধা আকবরের ১৫ বছর পার। ছবির স্মৃতিচারণ করতে গিয়ে মায়ের কথা মনে করলেন সোনু সুদ। জানালেন তাঁর মা গোটা শ্যুটে তাঁকে সাহায্য করেছিলেন কিন্তু ছবি দেখে যেতে পারেননি।

২০০৮ সালে মুক্তি পেয়েছিল হৃতিক রোশন, ঐশ্বর্য রাই অভিনীত যোধা আকবর। দারুণ জনপ্রিয় হয়েছিল ছবিটি। আর এই ছবিটি এই বছর দেখতে দেখতে ২৩ বছর পার করে ফেলল। সেই বিষয়ে স্মৃতিচারণ করলেন অভিনেতা সোনু সুদ। এখানে তাঁকে যোধার ভাই, রাজকুমার সুজামলের চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটির পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর।

ছবির বিষয় স্মৃতিচারণ করতে গিয়ে মায়ের কথা মনে করলেন অভিনেতা। তিনি বলেন, 'আমি গোটা শ্যুট জুড়ে দারুণ মজা করেছিলাম। ঐতিহাসিক ছবি আমাকে একটা আলাদা আনন্দ দেয়। আমার মা ইতিহাসের অধ্যাপিকা ছিলেন। তিনি সবসময় চাইতেন যাতে আমি এই ধরনের ছবি করি। আর সেই কারণেই আমি যোধা আকবর ছবিতে হ্যাঁ বলেছিলাম।'

একই সঙ্গে সোনু জানান এই ছবির শ্যুটিং চলাকালীন তাঁর মা তাঁকে ভীষণ সাহায্য করেছিলেন। এই ৪৯ বছর বয়সী অভিনেতা বলেন, ' উনি আমাকে এই চরিত্রটির জন্য দারুণ সাহায্য করেছিলেন। আমাকে গাইড করেছিলেন। স্ক্রিপ্ট নিয়েও অনেক পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ছবিটা দেখে যেতে পারেননি। ছবিটা মুক্তি পাওয়ার মাত্র ৪ মাস আগেই উনি চলে যান। এরপর আমি যখন প্রিমিয়ার দেখতে গিয়েছিলাম আমি অনুভব করেছিলাম মা আমার পাশেই আছে।'

কিন্তু যোধা আকবর কেন এতটা বিশেষ তাঁর জীবনে? কারণ তাঁর মা তাঁর সঙ্গে এই ছবির সেটেই শেষবার গিয়েছিলেন। গোটা ছবিটাই তাঁর জীবনের অনেক কিছু পাল্টে দিয়েছিল। তাই এটা এতটা বিশেষ তাঁর জন্য। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, আজও, ১৫ বছর পরেও আবেগপ্রবণ হয়ে পড়েন সোনু। তিনি বলেন, 'এই ছবিটা আমাকে আমার মায়ের কথা মনে করায়। মা আমার সঙ্গে এই ছবির সেটে গিয়েছিল। আর সেই কারণেই এটা আমার কাছে এতটা বিশেষ। এটা শেষ ছবি যার সেটে মা গিয়েছিল। মা আমায় বলেছিল এই ছবি আমার গোটা জীবন বদলে দেবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.