আসতে চলেছে সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) পরিচালিত একটি নতুন বাংলা ওয়েব সিরিজ। আগেই এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল। এখন প্রকাশ্যে এল এটির ট্রেলার। সিরিজের নাম রাজনীতি। মুখ্য ভূমিকায় থাকবেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), কনিনীকা বন্দ্যোপাধ্যায় (Konineeca Banerjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), প্রমুখ।
ট্রেলারে দেখা গেল একটা দুর্ঘটনার কবলে পড়লেন দিতিপ্রিয়া রায়। তিনি গাড়ি চালিয়ে আসছিলেন তখনই তিনি সেই বিপদে পড়েন। তাঁর বাবা হলেন একটি রাজনৈতিক পার্টির নেতা। সেই পার্টির নাম লোকমান্য সেবক পার্টি। হলুদ ধ্বজা ওড়ানো এই দল রাজ করে রিজপুরে। ট্রেলারে যে দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায় দিতিপ্রিয়াকে সেটার কারণে তিনি কোমায় চলে যান। আর সবটার মাঝে তাঁর স্মৃতি থেকে মুছে যায় তাঁর অতীতের সমস্ত স্মৃতি সহ বর্তমানে তিনি কোথায় আছেন, কেন তাঁর এই অবস্থা সহ সবটাই। তবে সময়ের নিয়ম মেনে তিনি সুস্থ হতে থাকেন। আর তখনই তাঁর পরিবারের নোংরা কালো দিক যা হয়তো তিনি কখনই জানতে চাননি সেটা প্রকাশ্যে আসে। খুলে যায় কিছু সত্যর দরজা। সমস্ত মুখোশগুলো খুলে যায় তাঁর সামনে। এতদিন তিনি যাঁদের অসুস্থতার কারণে চিনতে পারছিলেন এবার এসব ঘটনার কারণে তাঁদের অচেনা ঠেকতে লাগে তাঁর। তারপর কী হয় সেটা নিয়েই এই সিরিজের গল্প। এখানে দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি।
রাজনীতির গল্প কেমন? সেই বিষয়ে পরিচালক নিজে জানিয়েছেন, 'এই সিরিজের যেটা বিষয়বস্তু সেটা সিরিজের নামেই আছে। কিন্তু এখানে কোনও নির্দিষ্ট দলীয় ভাবধারাকে তুলে ধরা হয়নি। আমরা সবাই রাজনীতির মধ্যেই পড়ি, কেউ তার বাইরে নই। অফিস থেকে বাড়ি সবেতেই পলিটিক্স চলে। আর এখানে সেই রাজনীতি তুলে ধরা হবে। এমন একটা পরিবারের গল্প বলবে এই সিরিজ যেখানে বাড়ির প্রধান পুরুষ একজন সাংসদ। বাড়ির বাকিরাও কোনও না কোনও ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি নিজে কোনও নির্দিষ্ট দলের ভাবধারা নিয়ে চলি না, কিন্তু রাজনীতি নিয়ে সচেতন। সেটাই এখানে তুলে ধরা হয়েছে।'
আগামী ২৬ মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। হইচইতে মুক্তি পাবে দিতিপ্রিয়া রায়, কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিরিজ। সৌরভ এই সিরিজ পোস্ট করে লেখেন, 'জীবনের ব্যালট, হোক ওলট-পালট, নেপথ্যে যখন ‘রাজনীতি’। ‘রাজনীতি’-র ট্রেলার রইল আপনাদের জন্য হইচইয়ে। দেখবেন, জানাবেন , ভালো লাগলে শেয়ার করবেন।'